Dilip Ghosh

Dilip Ghosh: তথ্যে গোলমাল আছে! ‘ডায়মন্ড মডেল’-এর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ দিলীপের

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মডেলের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১২:২৯
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

কোভিড মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড মডেল’-এর ‘সাফল্য’-কে কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই মডেলের সাফল্য নিয়ে তাঁর প্রশ্ন, ‘‘এই মডেল এত সফল হলে সারা রাজ্যে এমনটা হচ্ছে না কেন?’’

তৃণমূল অবশ্য বিরোধীদের এক হাত নিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে ‘ডায়মন্ড মডেল’-এর সাফল্য নিয়ে দ্বন্দ্বে যাওয়ার বদলে একে অনুধাবন করতে বলেছেন। তিনি লিখেছেন, ‘জনপ্রতিনিধিদের উচিত কী ভাবে মানুষের সেবা করা যায়, তার প্রতিযোগিতা করা।’

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মডেলের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেন। সেই ফেসবুক বার্তায় অভিষেক লেখেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণের হার তিন শতাংশের নীচে। এর জন্য তিনি এলাকার মানুষকে ধন্যবাদও জানান।

Advertisement

এই সাফল্যের দাবিকে প্রশ্ন করে দিলীপ মঙ্গলবার বলেন, ‘‘মডেল এত সফল হলে সারা রাজ্যে হচ্ছে না কেন? আসলে তথ্যে গোলমাল আছে। সে সব ঢাকতেই এই ভাবে মুখরক্ষার চেষ্টা।’’ তাঁর দাবি, ‘‘সংক্রমণ কম দেখানোর জন্য পরীক্ষার হার কমিয়ে দেখানো হচ্ছে। রোজ দু’তিন লাখ টেস্ট হোক না, তা হলে বোঝা যাবে বাংলা কোথায়।’’

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে করোনা পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই সব পরীক্ষা কেন্দ্রে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা হয়।

এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও একই প্রশ্ন করে বলেন, ‘‘যদি ডায়মন্ড হারবার মডেল সফল হয়, তা হলে বাকি বাংলা বিফল কেন? যদি ডায়মন্ড হারবারে সংক্রমণ কমে, তবে বাংলায় কমছে না কেন?’’

Advertisement
আরও পড়ুন