Biman Bose

হাসপাতাল থেকে ছুটি চান স্থিতিশীল বিমান

জ্বর ও সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেক্সপিয়র সরণির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিমান বসুকে। আগের চেয়ে তিনি ভাল আছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ফলে খুব উদ্বেগজনক কিছু মেলেনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৮:০৮
বিমান বসু।

বিমান বসু। —ফাইল চিত্র।

প্রবীণ সিপিএম নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জ্বর ও সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেক্সপিয়র সরণির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। আগের চেয়ে তিনি ভাল আছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ফলে খুব উদ্বেগজনক কিছু মেলেনি। সিপিএম সূত্রের খবর, একটু ভাল হয়েই হাসপাতাল ছেড়ে আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরে তাঁর সংসারে ফিরতে চাইছেন অশীতিপর বিমানবাবু।

Advertisement

তবে বুধবার হাসপাতালে গিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিটব্যুরো সদস্য, চিকিৎসক সূর্যকান্ত মিশ্র তাড়াহুড়ো না-করার জন্যই তাঁকে অনুরোধ করেছেন। সূর্যবাবুরা চাইছেন, বাকি পরীক্ষার সব ফল দেখে নিয়ে তবেই হাসপাতাল থেকে ছাড়া হোক প্রবীণ নেতাকে। বিমানবাবুকে দেখতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ দিন হাসপাতালে গিয়েছিলেন। শুভঙ্কর বলেছেন, ‘‘বিমানবাবু আমাদের সঙ্গে বসে কথা বলেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বর্ষীয়ান রাজনীতিকের খুবই দরকার।” বামফ্রন্ট চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও।

আরও পড়ুন
Advertisement