TMC

পার্টি অফিস দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ! রায়নায় দু’পক্ষের ১০ জন গ্রেফতার

তৃণমূল সূত্রে দাবি, এলাকায় দলীয় বিধায়ক শম্পা ধারার অনুগামী আর রায়না ১ নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরেই সংঘাত চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ১৮:৪৯

—প্রতীকী চিত্র।

দলের কার্যালয়ের দখল নিয়ে শাসকদল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের রায়নার মোগলমারি। এই ঘটনার জেরে দু’পক্ষের ১০ জনকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। এই ঘটনায় একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে দুই পক্ষ।

Advertisement

তৃণমূল সূত্রে দাবি, এলাকায় দলীয় বিধায়ক শম্পা ধারার অনুগামী আর রায়না ১ নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরেই সংঘাত চলছে। মোগলমারির দলীয় কার্যালয়টি বিধায়ক গোষ্ঠীর দখলেই ছিল। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যের মৃত্যুর সুযোগ নিয়ে ব্লক সভাপতির গোষ্ঠী অফিসের দখল নেওয়ার চেষ্টা করেন। তা-ই নিয়ে দু’পক্ষের বচসা থেকে সংঘর্ষ হয়।

এলাকার তৃণমূল কর্মী মনোজউদ্দিনের দাবি, ব্লক সভাপতি গোষ্ঠীর অনেকে আগে সিপিএম করতেন। ক’দিন আগেও বিজেপি করেছেন। এখন হঠাৎ বাজার বুঝে দখলের রাজনীতি করতে চাইছেন তাঁরা। ব্লক সভাপতি গোষ্ঠীর পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ব্লক সভাপতি বামদেব মণ্ডল বলেন, ‘‘সকলে দলের সৈনিক। কোনও গোষ্ঠীকোন্দল নেই। ভুল বোঝাবুঝি থেকে সমস্যা হয়েছিল।’’

রায়নার বিধায়ক শম্পা ধাড়া বলেন, ‘‘রাতে কয়েক জন দুষ্কৃতী পার্টি অফিসে হামলা করে ও আমাদের কর্মীদের মারধর করে। তবে গ্রামবাসীরা প্রতিরোধ করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।’’

Advertisement
আরও পড়ুন