Neeraj Chopra and Himani Mor

কী ভাবে নীরজের সঙ্গে পরিচয় হল হিমানীর, কেন আচমকা বিয়ে, উত্তর দিলেন কাকা

কী ভাবে নীরজের সঙ্গে পরিচয় হল হিমানীর, কেন আচমকা বিয়ে, উত্তর দিলেন কাকা

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২৩:০২
sports

নীরজের সঙ্গে হিমানীর বিয়ের মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

অনুরাগী থেকে সমর্থকদের অবাক করে আচমকাই বিয়ে করে ফেলেছেন নীরজ চোপড়া। কাউকে কিছু জানতে না দিয়েই সাত পাকে বাঁধা পড়েছেন হিমানী মোরের সঙ্গে। কী ভাবে স্ত্রীর সঙ্গে আলাপ হল, কেনই বা এত তাড়াতাড়ি বিয়ে করলেন নীরজ তা নিয়ে উত্তর দিলেন কাকা সুরেন্দ্র।

Advertisement

হিমাচল প্রদেশের সোলানের একটি রিসর্টে বিয়ে করেছেন নীরজ-হিমানী। পরিবারের খুব কাছের লোকেরাই হাজির ছিলেন। নীরজ বরাবরই ব্যক্তিগত জীবনকে সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যম থেকে দূরে রাখার কথা বলেন। বিয়ের ক্ষেত্রে সেটাই করেছেন। অনেক কাছের বন্ধুও সমাজমাধ্যম থেকে নীরজের বিয়ের ব্যাপারে জেনেছেন।

এক সাক্ষাৎকারে নীরজের কাকা সুরেন্দ্র জানিয়েছেন, আমেরিকায় থাকতে থাকতেই হিমানীর সঙ্গে আলাপ নীরজের। সেখানেই স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন হিমানী। দুই পরিবারও বিয়েতে সম্মতি জানায়। দু’মাস আগেই বিয়ে চূড়ান্ত হয়।

নীরজ বিয়েতে পণ নেননি। সৌভাগ্যের প্রতীক হিসাবে কনের পরিবারের থেকে এক টাকা নিয়েছেন। সিমলায় ১৪-১৬ জানুয়ারি, তিন দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলেছে। যে পুরোহিত বিয়ে দিয়েছেন তিনি নীরজকে চিনতেনও না!

বিয়ের আগে নীরজের গ্রামে গিয়ে ১৪ ঘণ্টা কাটান হিমানী। বিয়ে সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। নীরজের পোষ্য কুকুর টোকিয়োও হাজির ছিল বিয়েতে। সোনা জয়ের পর নীরজকে সেই কুকুর উপহার দিয়েছিলেন আর এক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। গোপনীয়তা বজায় রাখতে নীরজের বিয়েতে কোনও অতিথি মোবাইল ব্যবহার করতে পারেননি।

নীরজের সূচিতে বিরতি থাকার সময়েই বিয়ের আয়োজন করা হয়েছে। দুই পরিবারই আরও দু’বছর অপেক্ষা করতে রাজি হয়নি। কারণ ২০২৮ অলিম্পিক্সের আগে পর্যন্ত নীরজের সূচি বেশ আঁটসাঁট। তাই সময় বার করা সম্ভব হত না।

Advertisement
আরও পড়ুন