সিপিএমের ধাঁচে তৃণমূলের বুথ কমিটি

তৃণমূল সূত্রে জানা যায়, জেলা থেকে অঞ্চল পর্যন্ত ভোটার তালিকা যাচাইয়ের জন্য কমিটি গড়া হয়েছে। কমিটির কাজ দল ঠিক করে দিয়েছে।

Advertisement
সৌমেন দত্ত
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৯:০২
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র। Sourced by the ABP

ভোটের আগেই সাধারণত বুথ কমিটি গঠনে জোর দিত তৃণমূল। কিন্তু এ বার বিধানসভা ভোটের এক বছর আগে থেকে বুথকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জেলায় অনেকটা সিপিএমের ধাঁচে ‘বুথ টিম’ গঠনে জোর দিচ্ছে তৃণমূল। ১৪ এপ্রিলের মধ্যে ‘বুথ টিম’ গড়তে জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন অভিষেক। বুথ সভাপতিদের অঞ্চল বা ওয়ার্ডের কমিটিতে নিতে বলা রয়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে জানা যায়, জেলা থেকে অঞ্চল পর্যন্ত ভোটার তালিকা যাচাইয়ের জন্য কমিটি গড়া হয়েছে। কমিটির কাজ দল ঠিক করে দিয়েছে। জেলা কমিটি মাসে এক বার বৈঠক করে ভোটার তালিকা যাচাই করবে। ব্লক বা শহর কমিটি থেকে দু’-য়েক জন সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন। ভোটার তালিকা সংক্রান্ত তথ্য ‘ডিজিটালাইজ়ড’ করবেন। তার প্রতিলিপি জেলায় জমা পড়বে। অঞ্চল বা ওয়ার্ড কমিটি ভোটার তালিকা যাচাইয়ে সমন্বয়ের কাজ করবে। কিন্তু ভোটার তালিকায় সংযোজন, বিয়োজন কিংবা কোনও অসঙ্গতি আছে কি না, তা খুঁজে বার করবে ‘বুথ টিম’। সে কারণেও বুথে দল গঠনে নেতৃত্ব জোর দিয়েছেন। এক জনকে সভাপতি করে সর্বোচ্চ ১০ জনের দল গড়া হবে বুথে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের যাচাই করছেন কি না, তা দেখতে অঞ্চল বা ওয়ার্ড কমিটি সুপারভাইজার নিয়োগ করবে।

তৃণমূল সূত্রের খবর, প্রত্যেক কমিটির এক জন সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। কমিটিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পরে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করবেন বুথ টিমের সদস্যেরা। অসঙ্গতি থাকলে কমিটিগুলিকে জানাবেন। বুথ টিমের এক জন নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও-র সঙ্গে সমন্বয় রাখবেন। ভোটার তালিকা পরীক্ষা, ভোটারদের তথ্য সংগ্রহ করে নিয়মিত ব্লক বা শহরের কমিটির কাছে জমা দেওয়া হবে। বুথ টিম সপ্তাহে অন্তত এক বার বৈঠক করে তালিকা যাচাই করে রিপোর্ট সুপারভাইজারের কাছে জমা দেবে।

তৃণমূল সূত্রে জানা যায়, যাচাইয়ের সময়ে পুরনো ও নতুন ভোটার তালিকা সঙ্গে রাখবেন কর্মীরা। তালিকা ধরে ভোটাররা এলাকায় বাস করেন কি না, ভোটার তালিকা থেকে কেউ বাদ পড়েছেন কি না, নতুন ভোটার আছেন কি না, সে সব যাচাই করা হবে। বুথ টিমই সংযোজন, বিয়োজন, স্থানান্তরিত ভোটারের নাম বাতিলের ফর্ম পূরণ করে জমা দেবে।

তৃণমূলের রাজ্য স্তরের এক নেতা বলেন, “ভোটার তালিকা যাচাইয়ের কাজ বিচ্ছিন্ন ভাবে হত। এ বার পরিকাঠামো ও সংগঠন তৈরি করে অনেকটা সিপিএমের ধাঁচে ভোটার তালিকা যাচাইয়ের কাজ হবে। এক বছর আগে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হলে দলের লোকেদের কাছে ভোটারদের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। জনসংযোগও বাড়বে।”

সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৈয়দ হোসেনের কটাক্ষ, “তৃণমূলই তো ভোটার তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম ঢুকিয়ে রেখেছে। মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই এই সব কমিটি। আসল উদ্দেশ্য হল ভোট লুট।” বিজেপির রাজ্য কমিটির সদস্য অভিজিৎ তা-র প্রতিক্রিয়া, “আমরা নতুন বুথ কমিটি গড়ছি। তৃণমূলের ওটা লুট-কমিটি!”

Advertisement
আরও পড়ুন