Death

রেললাইনে বিজেপি নেতার দেহ

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ। রাত ১টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ০৭:০১

—প্রতীকী ছবি।

রেললাইনের পাশ থেকে এক বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ মিলল শক্তিগড় থানার হীরাগাছিতে। মৃত সুভাষকুমার দত্ত ওরফে বেলি (৪৮) বর্ধমান ২ ব্লকের বৈকুণ্ঠপুর ১ পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা। পরিবারের অনুমান, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। জিআরপি দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে।

Advertisement

ঘটনার পরেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অত্যন্ত মর্মাহত এই খবরে। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা আছি। কী ভাবে এই মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার’। ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত বলেও দাবি করেছেন তিনি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ। রাত ১টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। সুভাষ বিজেপির বর্ধমান– দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। রেলপুলিশও কার্যত ট্রেনের ধাক্কার কথা মেনে নিয়েছে। তাঁদের দাবি, দুর্ঘটনার ঘটার পরেই চালক বিষয়টি জানিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন