সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হয়। —নিজস্ব চিত্র।
গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের আস্তানায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পাণ্ডবেশ্বরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালানো হয়েছিল। খবর ছিল, সেখানেই গাঁজার কারবার চলছে। এক সঙ্গে অনেক পরিমাণ গাঁজা পাচার করার ছক কষা হয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে ওই এলাকা থেকে প্রথমে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ।
ওই দুই ব্যক্তির আস্তানায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই প্রচুর গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক প্রায় ২৫ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। তার পরই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন ইনজামামুল হক এবং আজিজুল ইসলাম।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দুই ব্যক্তিই মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা দীর্ঘ দিন মাদক পাচারের সঙ্গে যুক্ত। তবে উদ্ধার হওয়া গাঁজা তাঁরা কোথায় পাচার করতে চেয়েছিলেন, তা এখনও জানা যায়নি।