—প্রতীকী চিত্র।
বিধবাকে ধর্ষণের অভিযোগে তাঁর দেওরকে গ্রেফতার করছ পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিশ। ধৃতের বাড়ি গুসকরার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায়। সেখান থেকেই বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। নির্যাতিতার গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে আগেই নথিভুক্ত করিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে ওই মহিলার স্বামী মারা যান। দুই ছেলে-মেয়েকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকেন। স্বামী মারা যাওয়ায় তাঁকে হামেশাই কুপ্রস্তাব দিতেন দেওর। তাতে তিনি রাজি হননি। কিছু দিন আগে রাতে মহিলাকে তাঁর দেওর ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে সন্তানদের ক্ষতি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে। বাধ্য হয়ে তিনি চুপ করে থাকেন। এতে স্পর্ধা আরও বেড়ে যায় অভিযুক্তের। ভয় দেখিয়ে মহিলাকে আরও কয়েক বার ধর্ষণ করেন অভিযুক্ত। এর পর ২২ এপ্রিল মদ্যপ অবস্থায় অভিযুক্ত ধর্ষণ করতে গেলে মহিলা রুখে দাঁড়ান। মারধর করে, ভয় দেখিয়ে মহিলাকে তিনি ফের ধর্ষণ করেন। মহিলা বিষয়টি আত্মীয়-স্বজনকে জানান। এর পর সিজেএম আদালতে মামলা করেন তিনি। আদালত মামলা রুজু করে তদন্তের জন্য আউশগ্রাম থানার আইসিকে নির্দেশ দিয়েছে।