Murder

মোবাইল নিয়ে ঝামেলায় খুন ধান জমিতে, দাবি পুলিশের

চন্দ্রশেখরের দেহ উদ্ধারের পরে পরিবার খুনের অভিযোগ করে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সরব হন। ঘটনার তদন্তে আসে ফরেন্সিক দল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৯:০৩
কাঁকসায় খুনে ধৃত।

কাঁকসায় খুনে ধৃত। —নিজস্ব চিত্র

ধানজমি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় কাঁকসার নয়া কাঞ্চনপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ওই এলাকায় উদ্ধার হয় চন্দ্রশেখর মণ্ডল (৪৬) নামে এক ব্যক্তির দেহ। সেই ঘটনায় রাহুল হাঁড়ি নামে এক জনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হলে ৭ দিন পুলিশ হেফাজতে পাঠানো হয় ধৃতকে।

Advertisement

চন্দ্রশেখরের দেহ উদ্ধারের পরে পরিবার খুনের অভিযোগ করে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সরব হন। ঘটনার তদন্তে আসে ফরেন্সিক দল। পুলিশ সূত্রের দাবি, তদন্তে নেমে জানা যায়, চন্দ্রশেখর এলাকার এক বাসিন্দার মোবাইল চুরি করে দু’হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন রাহুলকে। রাহুলের হাতে সেটি দেখতে পেয়ে মোবাইলের আসল মালিক সেটি নিয়ে নেন। এর পরেই রাহুল চন্দ্রশেখরকে টাকা ফেরতের জন্য চাপ দেয়। শনিবার সন্ধ্যায় গ্রামে ধানজমির পাশে এ নিয়ে দু’জনের বচসা হয়। তখনই রাহুল আচমকায় চন্দ্রশেখরের শ্বাসরোধ করে ধান জমির ভিতরে নিয়ে গিয়ে গলায় ধানগাছ পেঁচিয়ে খুন করে বলে জানা গিয়েছে, দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুল ঘটনাস্থল থেকে পালানোর সময়ে তাড়াহুড়োয় নিজের চটি সেখানে ফেলে যায়। সেটির সূত্র ধরে তদন্ত করে বিষয়টি পুলিশের সামনে

আসে। রাহুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, ‘‘ধানগাছ পেঁচিয়ে এই খুন করা হয়েছিল। বেশ কিছু প্রমাণ মিলেছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন