Death By Electrocution

পর্দা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা-মেয়ের

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মা ও মেয়েই থাকতেন। চায়নাদেবী বিধবা। ছেলে পরিযায়ী শ্রমিক। ভিন্‌ রাজ্যে রয়েছেন। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। চায়নাদেবী দিনমজুরি করতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ২৩:৩০

—প্রতীকী চিত্র।

বাড়ির জানালায় পর্দা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুবার গ্রামে। মৃতদের নাম চায়না মির্ধা (৪২) ও শিবানী মির্ধা (১৬)। দেহ দু’টি উদ্ধার করে ছোড়া ফাঁড়ির পুলিশ। ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মা ও মেয়েই থাকতেন। চায়নাদেবী বিধবা। ছেলে পরিযায়ী শ্রমিক। ভিন্‌ রাজ্যে রয়েছেন। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। চায়নাদেবী দিনমজুরি করতেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘরের পিছন দিকে জানালায় চায়না ও তাঁর মেয়ে পর্দা লাগানোর চেষ্টা করছিলেন। একটি লোহার পাতের মই বেয়ে উঠেছিল শিবানী। মই ধরে নীচে দাঁড়িয়েছিলেন চায়না। বিদ্যুৎ পোল থেকে সার্ভিস লাইন ঘরের ওই অংশেই একটি লোহার পাতের সঙ্গে সংযোগ করা ছিল। স্থানীয়েরা জানান, ওই সার্ভিস লাইনের সঙ্গে লোহার পাতের মই কোনও ভাবে স্পর্শ হয়ে যায়। তারের অংশে কাটা ছিল, জানতেন না চায়না। তখনই তড়িতাহত হন দু’জন। প্রতিবেশীরা বিদ্যুৎ লাইন অফ করে দু’জনকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দু’টি সৎকারের জন্য চাঁদা তুলছেন পুবারবাসী।

Advertisement
আরও পড়ুন