Missing

কেরল থেকে পূর্বস্থলীর বাড়িতে ফেরার পথে নিখোঁজ শ্রমিক, পরিবারের দাবি, অভিযোগ নেয়নি পুলিশ

নিখোঁজ পরিযায়ী শ্রমিক আব্দুলের বয়স প্রায় ৫৫ বছর। তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পঞ্চায়েতের নতুন বাজারপাড়ার বাসিন্দা। ওই এলাকা পূর্বস্থলী থানার অন্তর্গত।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ২০:১৫
বাড়ি ফেরার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি, অভিযোগ নেয়নি পুলিশ।

বাড়ি ফেরার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি, অভিযোগ নেয়নি পুলিশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কেরল থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে নিজের বাড়ি ফেরার পথে নিখোঁজ হলেন এক পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি, ট্রেনে উঠেও প্রৌঢ় আব্দুল কারিকর যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় মোবাইল। তার পর থেকে গত ১২ দিন ধরে ওই প্রৌঢ়ের কোনও সন্ধান পাচ্ছেন না পরিজনেরা। তাঁদের দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ গ্রহণ করা হয়নি। স্ত্রীর আশঙ্কা, তাঁর স্বামীকে অপহরণ বা খুন করা হয়েছে।

Advertisement

নিখোঁজ পরিযায়ী শ্রমিক আব্দুলের বয়স প্রায় ৫৫ বছর। তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পঞ্চায়েতের নতুন বাজারপাড়ার বাসিন্দা। ওই এলাকা পূর্বস্থলী থানার অন্তর্গত। পরিবারের দাবি, পুলিশ অভিযোগ নিতে চাইছে না। লিখিত অভিযোগ নেয়নি জিআরপি-ও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুলের বাড়িতে তাঁর স্ত্রী এবং এক কন্যা, এক পুত্র রয়েছেন। বেশ কয়েক বছর আগে কন্যার বিয়ে দিয়েছিলেন তিনি। আর্থিক সঙ্কট থাকায় শ্রমিকের কাজে কেরলে গিয়েছিলেন আব্দুল। সেখানে কোটেন থানা এলাকার লালিয়াঘরিতে কাজ করতেন।

আব্দুলের পুত্র আনারুল কারিকর জানিয়েছেন, গত ২৭ অক্টোবর বাড়ি ফেরার জন্য কোটেন স্টেশন থেকে গুরুদেব এক্সপ্রেসে ওঠেন আব্দুল। যদিও তাঁর স্লিপার কোচের টিকিট কনফার্ম না হওয়ায় জেনারেল কামরায় ওঠেন তিনি। তার পর নিজের মোবাইল থেকে তিন বার স্ত্রী তারা বিবির সঙ্গে কথা বলেন। এর পর থেকে আব্দুলের মোবাইল বন্ধ হয়ে যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। আব্দুলের স্ত্রী তারা বলেন, ‘‘আমার স্বামীর কাছে মোবাইল, আধার কার্ড রয়েছে। ফলে, সেই সূত্র ধরে আমাদের সঙ্গে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। খারাপটাই আশঙ্কা করছি।’’

Advertisement
আরও পড়ুন