Youth Arrested Of Theft

দোকান থেকে ১২ হাজার টাকা চুরি! যুবক গ্রেফতার বর্ধমানে

চুরির টাকা উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৫৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

ফার্স্ট ফুডের দোকানের ক্যাশবাক্স থেকে ১২ হাজার টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম দেলুয়ার হোসেন। বর্ধমান থানার দুবরাজদিঘির মালিকবাগান এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছেন বলে পুলিশের দাবি। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির টাকা উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে দু’দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, বর্ধমান থানার বাজেপ্রতাপপুরের বাসিন্দা বরুণ দাঁ-এর বাজেপ্রতাপপুর ওভারব্রিজের কাছে একটি ফার্স্ট ফুডের দোকান রয়েছে। বুধবার বেলা ১০টা নাগাদ তিনি দোকান খোলা রেখে সামান্য তফাতে একটি ফাঁকা জায়গায় প্রস্রাব করতে যান। ফিরে এসে তিনি দেখেন, দোকানের ক্যাশবাক্স থেকে ১২ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement
আরও পড়ুন