Kali Puja

আউশগ্রামে কালীপুজোর রাতে মন্দির থেকে গয়না চুরি গেল বিগ্রহের, সকালে দরজা খুলতেই পড়ল নজরে

বৃহস্পতিবার সকাল থেকে পুজো নিয়ে চূড়ান্ত ব্যস্ততা ছিল দাস পরিবারে। সদস্যেরা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ পুজো শেষ হয়। তার পর মন্দিরে তালা দিয়ে তাঁরা বাড়ি চলে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২১:২৯
দেয়াশা গ্রামের মন্দিরে এই বিগ্রহের গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ।

দেয়াশা গ্রামের মন্দিরে এই বিগ্রহের গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ। — নিজস্ব চিত্র।

কালীপুজোর রাতে মন্দির থেকে চুরি গেল বিগ্রহের গয়না। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার দেয়াশা গ্রামের ঘটনা। ওই মন্দিরটি স্থানীয় দাস পরিবারের। চুরির খবর পেয়ে মন্দিরে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ। শুরু করে তদন্ত। দাস পরিবারের দাবি, সম্প্রতি ওই এলাকায় মধু সংগ্রহের জন্য একদল যাযাবর এসেছে। তাদের সন্দেহ, চুরির নেপথ্যে হাত থাকতে পারে ওই দলটির। পুজোর সময় পূর্ব বর্ধমানেরই কেতুগ্রামে একটি পরিবারের মন্দির থেকে চুরি গিয়েছিল দুর্গা প্রতিমার গয়না। সেই চুরির কিনারা এখনও করে উঠতে পারেনি পুলিশ। এ বার কালীপুজোর রাতে আবার চুরি।

Advertisement
চুরির খবর পেয়ে দাস পরিবারের মন্দিরে পৌঁছেছে পুলিশ।

চুরির খবর পেয়ে দাস পরিবারের মন্দিরে পৌঁছেছে পুলিশ। — নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার সকাল থেকে পুজো নিয়ে চূড়ান্ত ব্যস্ততা ছিল দাস পরিবারে। সদস্যেরা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ পুজো শেষ হয়। তার পর মন্দিরে তালা দিয়ে তাঁরা বাড়ি চলে যান। শুক্রবার সকালে মন্দিরে পৌঁছে সদস্যেরা দেখেন, দরজার তালা ভাঙা। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখেন, বিগ্রহের সোনা এবং রুপোর গয়নাও নেই। সদস্যা অমিতা দাস বলেন, ‘‘কালীপুজোয় তাঁদের কুলদেবীকে সোনা, রুপোর গয়না পরানো হয়। এটাই পরিবারের রীতি। সেই গয়নাই চুরি হয়ে গিয়েছে।’’ পরিবারের দাবি, প্রায় দেড় ভরি সোনা এবং চার ভরি রুপোর গয়না চুরি হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে নবমীর ভোরে কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের প্রায় ৩৫০ বছরের প্রাচীন দুর্গামন্দিরে চুরির অভিযোগ উঠেছে। সেখান থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। ওই চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মন্দিরে নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গয়নাও উদ্ধার হয়নি। ওই পরিবারের দাবি, মন্দির থেকে প্রায় ৪০০ ভরি রুপো ও ১৫-২০ ভরির সোনার গয়না চুরি হয়।

Advertisement
আরও পড়ুন