Suicide

সমাজমাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি! জামালপুরে আত্মঘাতী নাবালিকা

পুলিশ সূত্রে খবর, পরিবার পুলি‌শকে জানিয়েছে, বেশ কয়েক দিন ধরে মেয়েকে ফোন করে উত্ত্যক্ত করছিল এলাকার এক যুবক। এর পর বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠানো হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০০:০৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

সমাজমাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হল নাবালিকা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের কাঁটাগড়িয়া এলাকায়। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ বেলা ১১টা নাগাদ দেহ উদ্ধার করে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুপুরে বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয় নাবালিকার। তার বয়স ১৩। সপ্তম শ্রেণিতে পড়ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পরিবার পুলি‌শকে জানিয়েছে, বেশ কয়েক দিন ধরে মেয়েকে ফোন করে উত্ত্যক্ত করছিল এলাকার এক যুবক। এর পর বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠানো হয়। সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। হুঁশিয়ারি দেওয়া হয়, টাকা না দিলে ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এর পর ওই যুবকের বাড়িতে গেলে নাবালিকার বাবাকে মারধর করা হয় বলেও অভিযোগ।

পরিবার সূত্রে খবর, বাবাকে মারধরের ঘটনার কথা জানতে পারার পরেই নাবালিকা মানসিক অবসাদগ্রস্ত হয়ে শুক্রবার সকালে ঘরের দোতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্ত যুবক ভিন্‌রাজ্যে সোনা-রুপোর কাজ করে বলে জানান এসডিপিও সাউথ অভিষেক মণ্ডল। তিনি জানান, পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন