তিন বছর পূর্ণ হল প্রিয়ঙ্কা-নিকের কন্যা মালতীর। ছবি: সংগৃহীত।
দেখতে দেখতে বড় হয়ে গেল মালতী মেরি চোপড়া জোনাস। বুধবার তিন বছর পূর্ণ হল প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যার। একরত্তির জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা এল দিদা মধু চোপড়ার তরফ থেকে। এক গুচ্ছ অদেখা ছবি জুড়ে একটি ভিডিয়ো তৈরি করলেন তিনি। সেই ভিডিয়ো ভাগ করেই নাতনিকে শুভেচ্ছায় ভরালেন প্রিয়ঙ্কার মা।
মধুর ভাগ করে নেওয়া ভিডিয়োয় কোথাও ফুলের মালা পরে রয়েছে মালতী। কোথাও তাকে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছেন নিক। কোথাও আবার মন দিয়ে বই পড়ছে খুদে অথবা মায়ের কাছে বসে আদর খাচ্ছে। এই সোহাগী ভিডিয়ো ভাগ করে মধু সমাজমাধ্যমে লেখেন, “আমাদের জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা। মালতী মেরি, তোমার মতোই তোমার জন্মদিনও যেন উজ্জ্বল ও মায়াময় হয়ে ওঠে।”
মালতী মেরির এই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। সেই ভিডিয়োতে এক অনুরাগীর মন্তব্য, “নজর যেন না লাগে। রাজকন্যাকে অনেক ভালবাসা।”
বিয়ের বছর চারেক পর, ২০২২ সালের ১৫ জানুয়ারি মালতী আসে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে। সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই সময় প্রায় ১০০ দিন এক কঠিন লড়াই লড়তে হয়েছিল মালতীকে। তিন মাসের বেশি সময় এনআইসিইউতে (নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখতে হয় সদ্যোজাতকে। তবে, এখন সম্পূর্ণ সুস্থ সে। রামমন্দির দর্শন হোক কিংবা বাবা নিকের কোনও গানের অনুষ্ঠান কিংবা একসঙ্গে ছুটি কাটানো, প্রতি মুহূর্তে সমাজমাধ্যমে মালতীকে দেখা যায়। প্রিয়ঙ্কাই ভাগ করে নেন সে সব ছবি।