Bardhaman

ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু বর্ধমানে! ভাড়াবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত অবস্থায়

ওটি টেকনিশিয়ান কোর্সের প্রথম বর্ষের ছাত্র সৌরভ সাঁতরা বর্ধমান শহরের গোদায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে ঘরের রেলিংয়ে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন বাড়ির মালিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ২৩:২৩

—প্রতীকী চিত্র।

এক ডাক্তারি পড়ুয়ার ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের গোদায়। মৃত ছাত্রের নাম সৌরভ সাঁতরা (১৯)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানার মানিকপুরে।

Advertisement

ওটি টেকনিশিয়ান কোর্সের প্রথম বর্ষের ছাত্র সৌরভ সাঁতরা বর্ধমান শহরের গোদায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে ঘরের রেলিংয়ে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন বাড়ির মালিক। গামছা কেটে নামিয়ে তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের দিদি রিয়া সাঁতরা বলেন, ‘‘ভাই ঘটনার দু’দিন আগে বাড়িতে গিয়েছিল। তখনও কিছু বুঝতে পারিনি। প্রতি দিনের মতো এ দিনও ভাইকে সকালে ফোন করেছিলাম। কিন্তু ভাই ফোন ধরেনি। এর পর বাড়ির মালিককে ফোন করে ভাইয়ের খোঁজ নিই। বাড়ি মালিকের কাছ থেকেই ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই। ভাইয়ের আত্মহত্যার পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে।’’ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।

Advertisement
আরও পড়ুন