— প্রতীকী চিত্র।
নিজের ভাইয়ের বউকে দীর্ঘ দিন ধরে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বুদবুদ থানায় অভিযোগ করেন ওই মহিলা। তৃণমূলের দাবি, অভিযুক্ত রোহিত সিংহ এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। যদিও বিজেপির দাবি, এটা পারিবারিক বিষয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুদবুদের অ্যামিনেশন রোডের বাসিন্দা উর্মিলা রায় সিংহ অভিযোগে জানান, তাঁর স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ। সেই সুযোগে তাঁর ভাসুর রোহিত সিংহ ও পরিবারের অন্য সদস্যেরা সম্পত্তি থেকে বেদখল করতে দীর্ঘ দিন ধরে তাঁর উপরে অত্যাচার করছেন। উর্মিলার অভিযোগ, তাঁদের খেতে পর্যন্ত দেওয়া হয় না। রোহিত সিংহ ও তাঁর স্ত্রী দীর্ঘ দিন ধরে এমন মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। মঙ্গলবার সকালেও একই ভাবে অত্যাচার করা হলে বুদবুদ থানা ও বুদবুদ পঞ্চায়েতে বিষয়টি জানান।
উর্মিলার দাবি, পুলিশকে জানানোর পরে বাড়ি ফিরে গেলে ফের তাঁর উপর চড়াও হন রোহিত ও পরিবারের অন্যরা। তাঁর দাবি, ‘‘আমাকে মারধর করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। বুদবুদ থানায় বিষয়টি ফের জানিয়েছি।’’ তিনি দাবি করেন, থানা থেকে বাড়ি ফেরার পরে দেখেন তাঁর স্বামীও বাড়িতে নেই। এ দিন
বিকেলে মানকর গ্রামীণ হাসপাতালে ওই মহিলার শারীরিক পরীক্ষা হয়।
ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু জানান, রোহিত সিংহ এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে পঞ্চায়েতে মীমাংসার জন্য ডাকা হলেও কেউ আসেননি। রুদ্রপ্রসাদ বলেন, ‘‘এ দিন ফের একই অভিযোগ সামনে এসেছে। প্রশাসন বিষয়টি দেখুক।’’ যদিও বিজেপির বর্ধমান সদর সহ-সভাপতি রমন শর্মার দাবি, ‘‘এটা পারিবারিক বিষয়। প্রশাসন তদন্ত করে বিষয়টি দেখুক।’’ ঘটনার পরে রোহিত সিংহ ও তাঁর পরিবারের কেউ বাড়িতে নেই। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।