—নিজস্ব চিত্র।
রেলওয়ে আন্ডারপাসের কাজ চলাকালীন ধস নেমে চাপা পড়ে যান তিন শ্রমিক। মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম আশুতোষ মণ্ডল। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার কুমোরপুরে ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকেরা এবং আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
জানা গিয়েছে, রবিবার রাতে কুমোরপুরে রেলগেটের কাছে আন্ডারপাসের কাজ চলছিল। হঠাৎ ধস নামে। ওই ধসে চার জন চাপা পড়েন বলে খবর। এক জন নিজেই মাটি সরিয়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি তিন জন সেখানে চাপা পড়ে থাকেন। অন্য শ্রমিক ও কর্মীরা তড়িঘড়ি মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। তিন জনকেই কাঁদরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা গুরুতর বুঝে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কুমোরপুর এলাকা সাঁইথিয়া আরপিএফের অধীন। সাঁথিয়ায় আরপিএফ ইনস্পেক্টরকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।