Marijuana

৯৪ কেজি গাঁজা উদ্ধার পূর্ব বর্ধমানের আউশগ্রামে! গাড়ি আটক করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রাম-সহ সংলগ্ন এলাকার সড়কপথগুলিতে নাকা চেকিং করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ২৩:১৬

— প্রতীকী চিত্র।

ফের গাঁজা উদ্ধার পূর্ব বর্ধমানে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রামের বাগবাটি মোড়ের কাছে ৯৪ কেজি গাঁজা-সহ একটি গাড়ি আটক করল রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রাম-সহ সংলগ্ন এলাকার সড়কপথগুলিতে নাকা চেকিং করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ। এর পর আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে গুসকরা ফাঁড়ির পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ একটি চারচাকা গাড়ি আটকাতে গেলে গাড়ি ফেলে পালান চালক এবং সঙ্গে থাকা এক ব্যক্তি। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো প্যাকটে ও পলিথিন ব্যাগে মিলে প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। আউশগ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।এই মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, জানতে পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন
Advertisement