Arrest

গাড়িচালকের কাছ থেকে টাকা নিয়ে চম্পট! পাঁচ জন গ্রেফতার মেমারিতে

মঙ্গলবার রাতে মেমারি থানার পাল্লারোড থেকে ওই পাঁচ জনকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। শনাক্তকরণের জন্য ধৃতদের টিআই প্যারেডের আবেদন জানান তদন্তকারী অফিসার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:১৫
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গরু বোঝাই গাড়ির চালকের কাছ থেকে জোর করে ১ হাজার ২০০ টাকা কেড়ে নেওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সন্তু ঘোষ, কমল মণ্ডল ওরফে ছোটন, সোমনাথ পালিত, দেব্রজিৎ ঘোষ ওরফে দেবা ও বিপত্তারণ রায়। ভাতার থানার বলগনায় বিপত্তারণের বাড়ি। আউশগ্রাম থানার পুন্ননগরে দেব্রজিতের বাড়ি। আউশগ্রাম থানার গুসকরায় সোমনাথের বাড়ি। আউশগ্রামের ডাঙালে কমল ও সন্তুর বাড়ি।

Advertisement

মঙ্গলবার রাতে মেমারি থানার পাল্লারোড থেকে ওই পাঁচ জনকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। শনাক্তকরণের জন্য ধৃতদের টিআই প্যারেডের আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। ১৬ নভেম্বর বর্ধমান সংশোধনাগারে টিআই প্যারেড হবে বলে নির্দেশ দিয়েছেন তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম।

পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর সকালে হুগলির ডানকুনি থানা এলাকার বাসিন্দা মেঘদূত পাল গরু বোঝাই গাড়ি নিয়ে ভাতার থেকে যাচ্ছিলেন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পালশিট টোলপ্লাজার কাছে ৪-৫ জন তাঁর গাড়িটিকে আটকান। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর কাছে থাকা ১ হাজার ২০০ টাকা জোর করে কেড়ে নেয়। এমনকি তাঁর মোবাইলটিও ভেঙে দেন তাঁরা। ঘটনার বিষয়ে পালশিট ফাঁড়িতে নালিশ জানাতে যান মেঘদূত। কিন্তু, ফাঁড়ি কোনও ব্যবস্থা নেয়নি। তাঁর অভিযোগের সুরাহাও হয়নি। বাধ্য হয়ে তিনি বর্ধমানে এসে ঘটনার কথা এসপিকে জানান। এসপি তাঁকে মেমারি থানার ওসির সঙ্গে দেখা করতে বলেন। সেই মতো মেমারি থানায় তিনি অভিযোগ দায়ের করেন।

Advertisement
আরও পড়ুন