Babul Supriyo

Babul Supriyo: দিলীপ অপসারণ নিয়ে বিশদে না গেলেও মৃদু খোঁচা দিতে ছাড়লেন না সদ্য পদ্ম-ত্যাগী বাবুল

দিলীপ ঘোষকে আগেও কটাক্ষ ছুড়েছিলেন। বিজেপি-র রাজ্য সভাপতি পদ থেকে দিলীপের অপসারণের পর ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে বিশদে মন্তব্য করেননি বাবুল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৯

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

২৪ ঘণ্টাও হয়নি আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের সাংবাদিক বৈঠকেও কটাক্ষ ছুড়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এ বার সভাপতি পদ থেকে দিলীপকে সরিয়ে দেওয়ার পর বিশদে নয়, মৃদু খোঁচা দিলেন বাবুল সুপ্রিয়। লিখলেন, ‘বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তাই আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে মজা করে এটুকু বলতে পারি, আমার দেওয়া বর্ণপরিচয়টা দিলীপ ঘোষের কাজে লাগবে। কারণ উনি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়ে যে টুইট করেছেন সেখানেও ভুল বাংলা লিখেছেন।’

Advertisement

দিলীপের বাংলা নিয়ে মৃদু খোঁচা দিলেও তাঁর ভবিষ্যৎ জীবনের শুভকামনা করেছেন বাবুল। পরে অবশ্য টুইটারে দিলীপের টুইটটি সংশোধিত ভাবে দেখা যায়।

আরও পড়ুন
Advertisement