বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়।
এক নজরে দেখে নেওয়া যাক, কী পরিমাণ সম্পত্তির অধিকারী শোভন। তবে সেই হিসেব শেষ বার জানা গিয়েছে ২০১৬ সালে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে হলফনামায় সম্পত্তির বিবরণ দিয়েছিলেন শোভন।
সেই সময় শোভনের ঘোষণা মতো তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে অবশ্য স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও হিসেব দিয়েছিলেন শোভন।
৫ বছর আগে শোভনের হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।
৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।
বিভিন্ন বিমা এবং পিপিএফ বাবদ তাঁর সঞ্চয় ৫ বছর আগে ছিল ২৭,৯৮,৯৯৯ টাকা।
সেই সময়ে তাঁর ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মোট মূল্য ছিল ৮,৫৩,৫৬৯ টাকা।
সোনা, রুপোর গয়না ছিল ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।
সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১,০৪,৩০,৯৪২ টাকা।
২০১৬ সালের হিসেবে শোভনের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।
এ ছাড়াও বাস্তুজমি ছিল ৩৫,৮৭,০০০ টাকার।
ব্যবসায়িক কারণে ব্যবহারের জন্য বাড়ি রয়েছে ১,৫৩,৭৩,০৬০ টাকা মূল্যের।
আবাসিক বাড়ির দাম ৭৮,০০,০০০ টাকা।
মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।