Mamata Banerjee

UP Assembly Election 2022: অখিলেশের আমন্ত্রণে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে যোগ দিতে রওনা মমতার

বিমানবন্দরে মমতা বলেন, ‘‘সমাজবাদী পার্টির পক্ষে বিধানসভা ভোটে প্রচার করতে উত্তরপ্রদেশে যাচ্ছি। অখিলেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৪
লখনউ রওনা হওয়ার আগে বিমানবন্দরে মমতা।

লখনউ রওনা হওয়ার আগে বিমানবন্দরে মমতা। ছবি: সংগৃহীত।

বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি (এসপি)-র প্রচার করতে উত্তরপ্রদেশে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে লখনউ রওনা হন তিনি। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার এসপি-প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সভা করবেন তিনি।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘সমাজবাদী পার্টির পক্ষে বিধানসভা ভোটে প্রচার করতে উত্তরপ্রদেশে যাচ্ছি। অখিলেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’’ সঙ্গে বলেন, ‘‘আমি চাই উত্তরপ্রদেশ থেকে বিজেপি বিদায় নিক।’’ পিকে-র সংস্থা আই প্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তি শেষ করা নিয়ে মমতার বক্তব্য, ‘‘এ সব প্রশ্নের উত্তর এখানে দেব না।’’

প্রসঙ্গত, এ বার উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে লড়ছে না তৃণমূল। দলের নেত্রী মমতা বিজেপি-কে হারানোর উদ্দেশ্যে সব আসনেই অখিলেশের দল এসপি-র নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছেন। নীলবাড়ির লড়াইয়ের সময়ও পশ্চিমবঙ্গের সব আসনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিলেন অখিলেশ।

Advertisement

গত ১৮ জানুয়ারি মমতার সঙ্গে বৈঠকের পরে অখিলেশের দূত কিরণময় নন্দ জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি লখনউয়ে গিয়ে এসপি-র দফতরে মমতা-অখিলেশ যৌথ ভাবে ভার্চুয়াল সভা এবং সাংবাদিক বৈঠক করবেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতেও একই ভাবে সাংবাদিক বৈঠক এবং ভার্চুয়াল সভা করার কথা মমতা-অখিলেশের।

উত্তরপ্রদেশে প্রার্থী না দিলেও আর এক বিজেপি শাসিত রাজ্য গোয়ার বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল। এ প্রসঙ্গে মমতা সোমবার কংগ্রেসের নাম না করে বলেন, ‘‘আমরা চেয়েছিলাম সব রাজ্যেই বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। কিন্তু সকলে তা চায়নি।’’

Advertisement
আরও পড়ুন