AITC

Assam TMC: অসমে কংগ্রেস ভাঙল তৃণমূল, প্রবীণ নেতা রিপুন বরা নাম লেখালেন মমতার দলে

রবিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে টুইট করে কংগ্রেসের এই প্রবীণ নেতার তৃণমূলে যোগদানের কথা জানান ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৮:০২
যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রিপুন বরা।

যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রিপুন বরা। টুইটার থেকে নেওয়া ছবি।

আবারও কংগ্রেস ভাঙল তৃণমূল! এ বার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের প্রবীণ নেতা রিপুন বরাকে তৃণমূলে যোগদান করালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে টুইট করে কংগ্রেসের এই প্রবীণ নেতা রিপুনের তৃণমূলে যোগদানের কথা জানান ডায়মন্ডহারবারের সাংসদ। টুইটে রিপুনের যোগদানের ছবি দিয়ে অভিষেক লিখেছেন, ‘তৃণমূল পরিবারে যোগদানের জন্য দৃঢ় ও দক্ষ রাজনীতিবিদ শ্রী রিপুন বরাকে স্বাগত জানাই। আমরা আপনাকে আমাদের সঙ্গে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা জনগণের মঙ্গলের স্বার্থে কাজ করার জন্য জোটবদ্ধ হলাম।’

প্রসঙ্গত, অসমের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নাম রিপুন বোরা। তিনি এক সময় অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সঙ্গে অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নেরও দায়িত্ব ছিলেন তিনি। কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছেন তাঁর। তাঁকে তৃণমূলে যোগদান করাতে বড় ভুমিকা নিয়েছেন তৃণমূলে মহিলা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রিপুনের সঙ্গে কংগ্রেসের এক মহিলা নেত্রী ও যুবনেতাও তৃণমূলে যোগদান করেছেন।

Advertisement

তৃণমূল নেতৃত্ব পশ্চিমবঙ্গের পাশাপাশি, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রেও মনযোগী হয়েছে। আগামী মে মাসের ৩ তারিখে দু’দিনের সফরে মেঘালয়ে যাবেন অভিষেক। আগামী বছর উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা ভোট। এই দুই রাজ্যের ভোটে অংশ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোটে অসমের বেশ কিছু আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই ছকেই রিপুনের তৃণমূলে যোগদান বলে মনে করা হচ্ছে। মেঘালয়ের মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ার ভোটে পরাজিত হলেও, সেখানকার প্রবীণ কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরিওকে যোগদান করিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে বাংলার শাসকদল।

আরও পড়ুন
Advertisement