Adhir Chowdhury

পেটেন্ট দুর্নীতি নিয়ে মন্ত্রীকে চিঠি অধীরের

চিঠিতে অধীরের অভিযোগ, পেটেন্ট দফতরের নানা দুর্নীতি এখন সামনে আসছে। অফিসারদের গণ-বদলি হচ্ছে। পেটেন্টের মানের সঙ্গে আপস করার ফলে বহু বিদেশি সংস্থা এই সুযোগে ভারতে নিম্ন মানের পেটেন্ট করিয়ে নিচ্ছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৮:২৩
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। —ফাইল ছবি।

পেটেন্ট, ডিজ়াইন এবং ট্রেড মার্কস অ্যাক্ট পর্যবেক্ষণের জন্য এবং এই বিষয়ে সরকারের উপদেষ্টা হিসাবে কন্ট্রোলার জেনারেল পদে উন্নত পি পণ্ডিতের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, ওই নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম-বিধি কার্যত মানাই হয়নি। পণ্ডিতের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। তিনি এক জন সক্রিয় রাজনীতিবিদের জামাই হওয়ায় এই নিয়োগের নিরপক্ষেতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) তিনি যে পদে নিযুক্ত হয়েছিলেন, আগে সেই পদই ছিল না! ফলে, গোটা বিষয়টিই সন্দেহজনক। চিঠিতে অধীরের অভিযোগ, পেটেন্ট দফতরের নানা দুর্নীতি এখন সামনে আসছে। অফিসারদের গণ-বদলি হচ্ছে। পেটেন্টের মানের সঙ্গে আপস করার ফলে বহু বিদেশি সংস্থা এই সুযোগে ভারতে নিম্ন মানের পেটেন্ট করিয়ে নিচ্ছে। প্রায় ১৫০০ কোটি টাকা মূল্যের ক্ষতি ইতিমধ্যেই হয়েছে। বাণিজ্যমন্ত্রীর কাছে অধীরের দাবি, দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক।

Advertisement
Advertisement
আরও পড়ুন