adhir chowdhury

Adhir Chowdhury: আনিস - কাণ্ডে বিচারের দাবি, অনশন -ধর্নায় অধীরেরা

বিচার বিভাগের নজরদারিতে সিবিআই তদন্ত প্রয়োজন। আনিসদের জন্য বিচারের দাবিতে তাঁদের লড়াই চলবে বলে জানান অধীরবাবু।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ০৭:০১
ধর্মতলায় অনশনে অধির চৌধুরী।

ধর্মতলায় অনশনে অধির চৌধুরী। নিজস্ব চিত্র।

হাওড়ার ছাত্র - নেতা আনিস খানের মৃত্যু এবং বর্ধমানের ছাত্রী তুহিনা খাতুনের আত্মহত্যার ঘটনায় সুবিচার চেয়ে কলকাতায় অনশন - অবস্থান করল কংগ্রেস। ধর্মতলার ওয়াই চ্যানেলে শনিবার দিনভর ওই ধর্নায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি দাবি করেন, দুই ঘটনাতেই শাসক দলের স্থানীয় নেতা ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ আছে। বিচার বিভাগের নজরদারিতে সিবিআই তদন্ত প্রয়োজন। আনিসদের জন্য বিচারের দাবিতে তাঁদের লড়াই চলবে বলে জানান অধীরবাবু। পুরভোটে হিংসা ও জালিয়াতির প্রতিবাদও জানানো হয়েছে অবস্থান থেকে।

মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে শিক্ষক - প্রার্থীরা যে অবস্থান - অনশন চালাচ্ছেন, তাঁদের পাশেও এ দিন ফের দাঁড়িয়েছেন প্রদেশ সভাপতি। তাঁর দাবি, শিক্ষকদের স্বচ্ছ নিয়োগ ও অবসরপ্রাপ্তদের পেনশন নিশ্চিত করতে হবে। ধর্মতলার অবস্থানে ছিলেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, অসিত মিত্র, তাপস মজুমদার, আশুতোষ চট্টোপাধ্যায় সৌরভ প্রসাদ, সুমন পালেরা।

Advertisement

আনিস-কাণ্ডে সুবিচার ও প্রকৃত দোষীদের শাস্তি চেয়ে এ দিনই যোগাযোগ ভবন থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করে ফরওয়ার্ড ব্লক। মিছিল শেষে ছোট সভায় বিচারের দাবিতে সরব হন নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সৈরানিরা।

আরও পড়ুন
Advertisement