Abhishek Banerjee

জন্মদিনের পরের দিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিষেক, নেতাকে দেখতে ভিড়

মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুরে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’ থেকে বেরিয়ে একাই সোজা পৌঁছন কালীঘাট মন্দিরে। সেখানে প্রায় আধঘণ্টা ছিলেন তিনি। মন্দিরে পুজোও দেন অভিষেক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ২১:৫৩
সোমবারই ৩৬-এ পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবারই ৩৬-এ পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রতি বছর জন্মদিনেই কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। তবে চলতি বছর সে রীতির ব্যতিক্রম ঘটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বছর জন্মদিনের পরের দিন কালীঘাটে গেলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক।

সোমবারই ৩৬-এ পা রেখেছেন অভিষেক। স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক এবং অনুরাগীদের উচ্ছ্বাসের অন্ত ছিল না। তাঁদের শুভেচ্ছা-ভালবাসা গ্রহণ করলেও চলতি বছরের জন্মদিনে একটি ‘নিয়ম’ ভেঙেছেন তিনি। প্রতি বারের মতো কালীঘাটে গিয়ে পুজো দেননি। যা দিলেন মঙ্গলবার সন্ধ্যায়। ভবানীপুরে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’ থেকে বেরিয়ে সন্ধ্যায় একাই সোজা পৌঁছন কালীঘাট মন্দিরে। সেখানে প্রায় আধঘণ্টা ছিলেন তিনি। মন্দিরে পুজোও দেন অভিষেক।

Advertisement
কালীঘাটের মন্দিরে অভিষেক।

কালীঘাটের মন্দিরে অভিষেক। —নিজস্ব চিত্র।

অভিষেককে ঘিরে কালীঘাটের মন্দিরে ভিড় জমান তাঁর অনুগামীরা। তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা দেওয়া-নেওয়া করেন অভিষেক।

Advertisement
আরও পড়ুন