Abhishek Banerjee

শুভেন্দুর জেলায় দলের লক্ষ্য বাঁধলেন অভিষেক

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি, চণঅডীপুরের মতো কতগুলি জায়গায় খারাপ ফল হয়েছে এবং যে ক’টি জায়গায় ফল তুলনায় ভাল, তাও উল্লেখ করেছেন অভিষেক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:১৯
(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

শুভেন্দু অধিকারীর জেলায় লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শনিবার তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬ আসনের মধ্যে অন্তত ১২ টি জিততে হবে। গত লোকসভা ভোটে জেলার দুটি আসনেই তৃণমূলের পরাজয়ের কারণ হিসেবে দলীয় ‘নেতাদের ঝগড়া’র কথা মেনে নিয়ে অভিষেক সতর্ক করেছেন তাঁদেরও। বৈঠকে রাজ্যের ৮০ হাজার ৫০০ বুথের মধ্যে প্রায় ২০ হাজার বুথে দলের দুর্বলতার কথা উল্লেখ করেছেন অভিষেক।

রাজনীতির তরজায় ধারাবাহিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। নন্দীগ্রামে মমতার হারের প্রসঙ্গ টেনে সম্প্রতি ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। এই প্রেক্ষাপটেই আগামী বিধানসভা ভোটে অধিকারীদের গড় হিসেবে চিহ্নিত পূর্ব মেদিনীপুরের লড়াইয়ে ‘জোর দেওয়ার’ বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, পূর্ব মেদিনীপুরে দুটি আসন আমরা হেরেছি। আর একটু বলপ্রয়োগ করলে, জোর দিলে কাঁথি আমরা জিততাম।’ তারপর আক্ষেপের সুরেই তিনি বলেন, ‘নিজেদের মধ্যে ঝগড়া।’ কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি নামানোর অভিযোগ করে তাঁর আশ্বাস, ‘আমি পাশে থাকব। আগেও ছিলাম। হাই কোর্টে গিয়ে আইনি স্বস্তি দিইনি?’

জেলার তমলুক, কাঁথি, চণঅডীপুরের মতো কতগুলি জায়গায় খারাপ ফল হয়েছে এবং যে ক’টি জায়গায় ফল তুলনায় ভাল, তাও উল্লেখ করেছেন অভিষেক। দলের নেতামন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাঁথি তমলুকের দুটো আসন বিজেপি জিতেছে। কিন্তু দুই সাংসদ দিল্লি থেকে কিছুই আনতে পারেনি। বরং দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি করতে ব্যস্ত। মানুষকে এ কথা বোঝাতে হবে।’ তাঁর প্রশ্ন, ‘রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে। আর বিজেপি তো দেবে বলেও দিল্লি আর মহারাষ্ট্রে এখন দিচ্ছে না। মানুষ এ কথা বুঝবেন না?’ উদাহরণ হিসেবে নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের জেলা দক্ষিণ ২৪ পরগনার ফল নিয়ে স্থানীয় নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি।

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের একাধিক জেলার ফল নিয়েও আক্ষেপ করেছেন অভিষেক। তার মধ্যে পূর্ব মেদিনীপুর ছাড়া মালদহের নেতামন্ত্রীদের গোষ্ঠীদ্বন্দ্বেও বিরক্তি প্রকাশ করে অভিষেক বলেন, ‘শুধু নিজেদের বিরোধে আমরা একটি আসনও জিততে পারলাম না। দুটি আসনের একটি কংগ্রেস আর একটি বিজেপি জিতল। রানাঘাট, আরামবাগ, বাঁকুড়া, বিষ্ণুপুর, ডাবগ্রাম ফুলবাড়ির মতো জায়গায় দলের খারাপ ফলের উল্লেখ করেন অভিষেক।

Advertisement
আরও পড়ুন