মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
মাঠের ভেতরে মাথা ঠান্ডা রাখার জন্য তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ বলে ডাকা হয়। সেই মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য সব সময় শান্ত থাকতে পারেন না। তাঁরও মাথা গরম হয়। সে রকমই একটি ঘটনার কথা ধোনি নিজেই উল্লেখ করলেন। আইপিএলের আগে পাঁচ বছর আগের একটি ঘটনার কথা মনে করিয়ে জানালেন, বড় ভুল করেছিলেন সে দিন।
২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচের কথা উল্লেখ করেছেন ধোনি। সেই ম্যাচের শেষ ওভারে রাজস্থানের বেন স্টোকস একটি স্লোয়ার বল করতে গিয়েছিলেন। তবে বল তাঁর হাত থেকে পিছলে ফুল টস হয়ে কোমরের উচ্চতায় উড়ে এসেছিল। বোলারের প্রান্তের আম্পায়ার ‘নো বল’ ডাকলেও, স্কোয়্যার লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। ওই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ধোনি। ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে অনেক ক্ষণ তর্ক করেন।
ক্রীড়া সঞ্চালক মন্দিরা বেদির সঙ্গে এক আলাপচারিতায় ওই ঘটনা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন ধোনি। বলেছেন, “মেজাজ হারানোর ঘটনা অনেক বারই ঘটেছে। আইপিএলের একটা ম্যাচে আমি হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছিলাম। খুব বড় ভুল হয়েছিল ওটা। সেটা ছাড়াও এমন বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে আমি কোনও কিছুতে মেজাজ হারিয়েছি।”
কেমন এমনটা হয় সেটাও ব্যাখ্যা করেছেন ধোনি। বলেছেন, “আমরা এমন একটা খেলা খেলি যেটা খুব উত্তেজক। সব ম্যাচই জেতার একটা চাপ থাকে। তাই জন্যই আমি সবাইকে পরামর্শ দিই, রেগে গেলে বা বিরক্ত হলে নিজের মুখ বন্ধ রাখো এবং ঘটনার জায়গা থেকে সরে যাও। চাপ সামলাতে গভীর নিঃশ্বাস নিলেও অনেক সময় ভাল কাজ করে।”