Awami League leader arrested

হাসিনার দলের ছাত্রনেতা গ্রেফতার মুর্শিদাবাদে, চার দিন গা-ঢাকা দিয়ে ছিলেন সীমান্ত লাগোয়া গ্রামে

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে আব্দুল কাদের নামে ওই যুবককে পাকড়াও করে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর পর রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৬:৩০
আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা গ্রেফতার।

আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা গ্রেফতার। —নিজস্ব চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক নেতা গ্রেফতার মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে আব্দুল কাদের নামে ওই যুবককে পাকড়াও করে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর পর রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানোর কথা।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অস্থিরতার আবহে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। অনেকেই সীমান্ত লাগোয়া গ্রামে আত্মগোপন করার চেষ্টা করেছেন। এই পরিস্থিতিতে বিএসএফও তটস্থ ছিল। নজরদারি বাড়ানো হয় সীমান্ত এলাকায়। এর মধ্যেই গোপন সূত্রে খবর মেলে, রঘুনাথগঞ্জ থানা এলাকায় বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে গত চার দিন ধরে গা-ঢাকা দিয়ে রয়েছেন কাদের। এর পরেই বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা গ্রামে তল্লাশি চালিয়ে তাঁকে পাকড়াও করে।

ধৃত ছাত্রনেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশ সূত্রে খবর, কাদেরকে জেরা করে জানা গিয়েছে, তাঁর বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন রক্তক্ষয়ী হয়ে ওঠার পরেই তিনি ভারতে আত্মগোপন করেন। বাংলাদেশ ছেড়েছিলেন গত ৬ অগস্ট। সড়কপথ, জলপথ, এমনকি বেশ কিছুটা পথ সাঁতরে মুর্শিদাবাদ লাগোয়া চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন কাদের।

আরও পড়ুন
Advertisement