Body Found

চা খেতে বেরিয়েছিলেন, পরে রেললাইনের পাশে মিলল দেহ! কলেজছাত্রের রহস্যমৃত্যু বহরমপুরে

কলেজছাত্রের রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বহরমপুরে। মঙ্গলবার রাতে বহরমপুরের কাশিমবাজার ফাঁসিতলা এলাকায় রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৭

—প্রতীকী চিত্র।

কলেজছাত্রের রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বহরমপুরে। মঙ্গলবার রাতে বহরমপুরের কাশিমবাজার ফাঁসিতলা এলাকায় রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম অর্পণকুমার দত্ত। তাঁর বাড়ি বহরমপুরের দয়ানগরে। তিনি স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র।

Advertisement

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে চা খেতে গিয়েছিলেন যুবক। অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেননি। এর পরেই পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। তখনই রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে তারা।

প্রতিবেশী সায়ন্তন সরকার বলেন, ‘‘বাড়িতে কোনও ঝামেলা ছিল না। অর্পণ মেধাবী ছাত্র ছিল। আত্মহত্যা না কি অন্য কোনও কারণ, বুঝতে পারছি না।’’

Advertisement
আরও পড়ুন