Death by Electrocution

রাস্তার জমা জলে তড়িদাহত হয়ে মহিলার মৃত্যু বারাসতে, এলাকায় শোকের ছায়া

এলাকাবাসী প্রশ্ন তুলছেন, বৃষ্টির মধ্যে জনবসতি পূর্ণ এলাকায় কী ভাবে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালের মর্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ০২:০৯
মৃত অঞ্জনা বিশ্বাস।

মৃত অঞ্জনা বিশ্বাস। —নিজস্ব চিত্র।

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। বৃষ্টিতে রাস্তার জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের দক্ষিণনারায়ণ কোকোবাগান এলাকায়। মৃত মহিলার নাম অঞ্জনা বিশ্বাস (৫৫)। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। মহিলার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, অঞ্জনা একটি বেসরকারি স্কুলে কর্মরতা ছিলেন। শুক্রবার রাত ১০টা নাগাদ প্রতি দিনের মতোই স্কুলের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণনারায়ণ কোকোবাগান এলাকা। ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। এলাকার লোকজনের অভিযোগ, হঠাৎই তারা একটি বিকট শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখেন জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন অঞ্জনা। এর পরে স্থানীয়রা বারাসত থানার পুলিশকে খবর দেন। কিছু ক্ষণ পরেই পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসী প্রশ্ন তুলছেন, বৃষ্টির মধ্যে জনবসতি পূর্ণ এলাকায় কী ভাবে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালের মর্গে।

Advertisement
আরও পড়ুন