Jail Custody

পুলিশকে মারধর! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, বিচারক ১৪ দিনের জন‍্য পাঠালেন জেল হেফাজতে

সরকারি কাজে বাধা দেওয়া, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল বসিরহাটের পুলিশ জেলার মাটিয়া থানা। ধৃতের নাম আনসার আলি মণ্ডল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৮
আনসার আলি মণ্ডল।

আনসার আলি মণ্ডল। —নিজস্ব চিত্র।

ফের আক্রান্ত পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল বসিরহাটের পুলিশ জেলার মাটিয়া থানা। ধৃতের নাম আনসার আলি মণ্ডল।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিয়ার অন্তর্গত চাঁপাপুকুর পঞ্চায়েতের আকিপুর গ্রামে দুই ভাই আমিরুল ইসলাম ও সরিফুল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরেই জমি সংক্রান্ত শরিকি বিবাদ চলছিল। অভিযোগ, গত বুধবার দুপুরে সরিফুলের পক্ষ নিয়ে চাঁপাপুকুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনসার তাঁর দলবল নিয়ে আমিরুলের বাড়িতে হামলা চালান। আমিরুলকে মারধর করার সময় তাঁর স্ত্রী, মেয়ে ও জামাই বাধা দিতে গেলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এর পরে আমিরুলের মাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর দলের হাতে আক্রান্ত হয় পুলিশও। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে মাটিয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আনসারকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন