বসিরহাটে মায়ের মৃত্যুর দু’দিনের মাথায় উদ্ধার শিশুর দেহও। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মায়ের মৃত্যুর দু’দিনের মাথায় বস্তায় বন্দি অবস্থায় উদ্ধার করা হল শিশুর দেহও। ঘরের মেঝেতেই সেই বস্তা পড়েছিল। অভিযোগ, মা এবং শিশুকে খুন করা হয়েছে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মামাবাড়ির লোকজন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তদন্ত চলছে।
ঘটনাটি বসিরহাটের স্বরূপনগরের গোপালপুর মাঝেরপাড়া এলাকার। সেখানেই থাকতেন নাসিমা বিবি। দিন দুয়েক আগে তাঁর মৃত্যু হয়েছে। তার পর বৃহস্পতিবার তাঁর ঘর থেকেই পাওয়া গিয়েছে একটি বস্তা। তার মধ্যে নাসিমার সন্তানের দেহ ভরা ছিল বলে অভিযোগ। নাসিমার স্বামী দেহটি শনাক্ত করেছেন। কিন্তু কী ভাবে তা ঘরের মেঝেতে এল, তা তিনি বলতে পারেননি। নাসিমার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মা এবং সন্তানকে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। নাসিমার ভাই এবাদুল গাজি এবং বোন রহিমা খাতুন পুলিশকে জানিয়েছেন, দিদির স্বামী এবং তাঁর পরিবারের সদস্যেরা এই হত্যার নেপথ্যে রয়েছেন। একসঙ্গেই মা ও সন্তানকে খুন করা হয়েছিল বলে অনুমান তাঁদের। শিশুটির দেহ বস্তায় ভরে ঘরে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের কাছে দাবি করেছেন অভিযোগকারীরা।
স্বরূপনগর থানায় মৃত মহিলার বাপের বাড়ির লোকজন অভিযোগ দায়ের করেছেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চেয়েছেন পূর্ণাঙ্গ তদন্ত।
বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদার বলেন, ‘‘তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে।’’