Arjun Singh

Arjun Singh: নেতাজি মূর্তিতে মাল্যদান নিয়ে বচসা, মারপিট, গোলাগুলিও! ভাটপাড়া উত্তপ্ত অর্জুনকে ঘিরে

অর্জুনের অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চলেছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুনের নিরাপত্তারক্ষীরাই কয়েক রাউন্ড গুলি চালান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১১:৪৭

নিজস্ব চিত্র।

নেতাজি মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংহকে লক্ষ্য করে হল ইটবৃষ্টি। অভিযোগ তৃণমূলের দিকে। পাল্টা সাংসদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে র‌্যাফ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ নেতাজি মূর্তিতে মাল্যদানের সময় তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বেধে যায়। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তাঁর সঙ্গে ধস্তাধস্তি চলে। বিজেপি-র অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মাল্যদানের অনুষ্ঠানে তৃণমূল হামলা চালিয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিয়ে সাংসদই তাদের উপর চড়াও হন। অর্জুন সিংহকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়েছে বলে অভিযোগ।

অর্জুন সিংহের অভিযোগ, তৃণমূল ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করছে, গুন্ডামি চালাচ্ছে। তারই পরিণাম এই সংঘর্ষের ঘটনা। তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুনের নিরাপত্তারক্ষীরাই কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন।

Advertisement
আরও পড়ুন