Shoot Out

ভর সন্ধ্যায় বেলঘরিয়ার ফিডার রোডে গুলি চালাল দুই দুষ্কৃতী, আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে

বেলঘরিয়ার ফিডার রোডে আড়িয়াদহ কোয়ার্টার বাজার এবং রামকৃষ্ণ পল্লীর সংযোগস্থলে সিপিএমের আড়িয়াদহ-দক্ষিণেশ্বর এরিয়া কমিটির পার্টি অফিসের কাছে জনবহুল এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২৩:৫১
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ভর সন্ধ্যায় গুলি চলল বেলঘরিয়ার জনবহুল এলাকায়। রবিবার রাত ৮টা নাগাদ ফিডার রোডের জনবহুল বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী ওই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Advertisement

স্থানীয়েরা জানাচ্ছেন, বেলঘরিয়ার ফিডার রোডে আড়িয়াদহ কোয়ার্টার বাজার এবং রামকৃষ্ণ পল্লীর সংযোগস্থলে সিপিএমের আড়িয়াদহ-দক্ষিণেশ্বর এরিয়া কমিটির পার্টি অফিসের কাছে জনবহুল এলাকায় ঘটনাটি ঘটে। রাত ৮টা নাগাদ স্থানীয়েরা দেখেন, দু’জন যুবক বাইকে চড়ে পার্টি অফিস সংলগ্ন রামকৃষ্ণ পল্লির গলিতে ঢোকে। পিছন থেকে এক দল স্থানীয় মানুষ ‘চোর, চোর’ বলতে বলতে তাদের পিছনে ধাওয়া করেন। কয়েক মিনিটের মাথায় দুই যুবকের এক জনকে ধরে ফেলেন স্থানীয়েরা। তখনই ব্যাগ থেকে বন্দুক বার করে গুলি চালান ওই যুবক। সিপিএম পার্টি অফিসের শহিদ বেদীর কাছে প্রথম গুলিটি চলে। এর পর কোনও মতে পালিয়ে এসে ফিডার রোড কোয়ার্টার বাজারে রাস্তার উপরে আর একটি গুলি চালায় ওই দুষ্কৃতী। তার পর দু’জনে মিলে বাইকে চড়ে পালিয়ে যায়।

ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ছিনতাই করার উদ্দেশ্যেই ওই দুই দুষ্কৃতী এলাকায় এসেছিল। পরে ছিনতাই করে পালানোর সময় স্থানীয়েরা তাদের ধরে ফেলেন। স্থানীয়দের হাত থেকে বাঁচতেই পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে বেলঘরিয়া এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদেরও খোঁজ শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন