Bangaon

রাতারাতি ভোল বদলে গিয়েছিল হকার পিন্টুর

বনগাঁ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নেহরুনগর এলাকার বাসিন্দা পিন্টুর বাড়িতে গত মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসে ইডি। ঘিরে ফেলা হয়। ইডি আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেখে জড়ো হন পড়শিরা।

Advertisement
সীমান্ত মৈত্র  
বনগাঁ শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৮:৫১
(বাঁ দিকে) জাতীয় পতাকা উড়ছে পিন্টুর বাড়িতে। গ্যারাজে দাঁড়িয়ে গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে ইডির তল্লাশি (ডান দিকে)।

(বাঁ দিকে) জাতীয় পতাকা উড়ছে পিন্টুর বাড়িতে। গ্যারাজে দাঁড়িয়ে গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে ইডির তল্লাশি (ডান দিকে)। ছবি: নির্মাল্য প্রামাণিক এবং নিজস্ব চিত্র।

কয়েক বছর আগেও এলাকার মানুষ তাকে দেখেছেন হকারি করতে, মাছ ধরতে, ভ্যান চালাতে। টুকটাক রাজমিস্ত্রির কাজ করেও দিন চলত পিন্টু হালদার ওরফে খোকার। সম্প্রতি ভোল বদলে যেতে দেখা গিয়েছে পিন্টুর। প্রতিবেশীরা জানাচ্ছেন, রাতবিরেতে বাংলাদেশি মেয়েদের দেখা যেত তাঁর বাড়িতে ঢুকতে।

Advertisement

বনগাঁ শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নেহরুনগর এলাকার বাসিন্দা পিন্টুর বাড়িতে গত মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসে ইডি। ঘিরে ফেলা হয়। ইডি আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেখে জড়ো হন পড়শিরা। জিজ্ঞাসাবাদের পরে পিন্টুকে নিয়ে এলাকা ছাড়েন তদন্তকারীরা। পরে গ্রেফতার করা হয় তাকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে এবং বাংলাদেশ থেকে মেয়েদের কাজের প্রলোভন দিয়ে এ দেশে এনে অসাধু কাজে বাধ্য করার অভিযোগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। এই নিয়ে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় তল্লাশি চলে। সেই সূত্রে পিন্টুর বাড়িতে এসেছিলেন ইডি অফিসারেরা। সূত্রের খবর, পিন্টুর বাড়ি থেকে বেশ কিছু আধার কার্ড, ব্যাঙ্কের নথি এবং হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে ইডি।পিন্টুর বাড়িতে গিয়ে দেখা গেল, বাড়ির উপরে ঝুলছে জাতীয় পতাকা। গ্যারাজে একটি গাড়ি। প্রতিবেশীরা জানালেন দু’টি গাড়ি তাঁরা দেখেছেন। বিদেশি একটি কুকুর আছে। বাড়ির সামনে নতুন নির্মাণের কাজ শুরু হয়েছিল কিছু দিন আগে। পোশাক-আশাক, হাবেভাবে পিন্টুর হঠাৎ কয়েক বছর হল বদলে যাওয়া চোখ এড়ায়নি এলাকার লোকজনের।

পাশেই পিন্টুর শ্বশুরবাড়ি। তাঁর শ্বশুর অশোক সরকারের মুদিখানা আছে। তিনি বলেন, "জামাই আগে আমার সঙ্গে মাছ ধরত। পরে গাড়ি চালানো শুরু করে। একটি পুরনো গাড়ি এবং একটি নতুন গাড়ি কিনেছে। গাড়ি চালায় বলেই জানতাম। আমার মুদির দোকানে ওর ২৩০ টাকা এখনও বাকি পড়ে আছে। তবে ইডি তো খামোখা আসেনি, নিশ্চয়ই কোনও কারণ আছে।"

আরও পড়ুন
Advertisement