Arrest

গভীর রাতে পানশালায় বচসা, কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালালেন মালিক আহত চিকিৎসাধীন

পুলিশ সূত্রে খবর, এলাকার একটি বারের মালিকের সঙ্গে এক কর্মচারীর বসচা বাধে। তার পরেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান ওই বারের মালিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০২:৪২
নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান ওই বারের মালিক।

নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান ওই বারের মালিক। প্রতীকী চিত্র।

মত্ত অবস্থায় বচসার জেরে চলল গুলি। ঘটনায় আহত এক জন। অভিযুক্ত তন্ময় ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এলাকার একটি বারের মালিকের সঙ্গে এক কর্মচারীর বসচা বাধে। তার পরেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান ওই বারের মালিক। ডান পায়ে গুলি লাগে কর্মচারীর। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বারের মালিক তন্ময়কে গ্রেফতার করে। গুলিবিদ্ধ যুবক শৈবাল ঘোষ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই রয়েছে একটি বার। সোমবার গভীর রাতে বারে অনেকে ছিলেন। ছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা শৈবালও। কোনও কারণে হঠাৎ করেই তন্ময়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর। ক্রমশ বচসা বাড়তে থাকে। এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা রিভলভার বার করে শৈবালকে লক্ষ্য করে গুলি চালান তন্ময়। পায়ে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শৈবাল। খবর যায় থানায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ও আহত মালিক-কর্মচারীর পাশাপাশি সম্পর্কে আত্মীয়ও।

এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সনৎ দে জানিয়েছেন, অভিযুক্ত যুবক দিনভর মত্ত অবস্থায় থাকেন। আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে।

Advertisement
আরও পড়ুন