ভাঙা হচ্ছে দোকান। ছবি: নির্মল্য প্রামাণিক
কলকাতা হাই কোর্টের নির্দেশে বাগদারর মামাভাগিনা এলাকায়, বনগাঁ-বয়ড়া সড়কের পাশে সরকারি জায়গায় থাকা ৬টি দোকানঘর বুধবার ভেঙে দিল প্রশাসন।
পুলিশ প্রশাসন ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পে-লোডার দিয়ে দোকারঘরগুলি ভাঙা হয়। বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, ‘‘দোকানগুলি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল। দোকানগুলির পিছনে থাকা জমির মালিকের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।"
প্রবীণকুমার খান নামে ওই জমির মালিক জানান, দোকানগুলির পিছনে তাঁর সাড়ে ৬ শতক জমি আছে। জমির সামনে সরকারি জায়গায় ৬টি দোকান জমি করে তৈরি হওয়ায় তিনি জমি থেকে বের হতে পারছিলেন না। ২০২৩ সালের ৩ অক্টোবর তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। ২০২৪-এর ১৫ মে হাই কোর্ট দোকানগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। এরপরে দোকানগুলির মালিকেরা হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাই কোর্ট দোকানগুলি ভাঙার নির্দেশই বহাল রাখে।
ওই দোকান মালিকদের দাবি, তাঁদের দোকানগুলি আগে থেকেই ছিল। প্রবীণ সব দেখেই পিছনের জায়গা কিনেছিলেন। রোজগার হারিয়ে তাঁদের এখন পথে বসতে হবে। গ্রামবাসীদের অনেকেরই অভিযোগ, বাগদা ব্লক জুড়ে প্রচুর সরকারি জমি জবরদখল হয়েছে। সেখানে বেআইনি ভাবে নির্মাণও হয়েছে। সে সবও ভেঙে দখলমুক্ত করার দাবি তুলেছেন গ্রামবাসী। প্রশাসন জানিয়েছে, অভিযোগ থাকলে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।