Naihati Lynching Incident

টুনিলাইট চুরির অভিযোগ, নৈহাটির আবাসনে নিরাপত্তারক্ষীকে গণপিটুনি দিয়ে খুন, ধৃত ১৫

গণপিটুনি দিয়ে আবাসনের এক নিরাপত্তারক্ষীকে খুন করার অভিযোগ উঠল। নৈহাটি বিধানসভা এলাকার চাঁদুয়ার এই ঘটনায় নির্মীয়মাণ ওই আবাসনের ১৫ জন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গণপিটুনি দিয়ে আবাসনের এক নিরাপত্তারক্ষীকে খুন করার অভিযোগ উঠল। নৈহাটি বিধানসভা এলাকার চাঁদুয়ার এই ঘটনায় নির্মীয়মাণ ওই আবাসনের ১৫ জন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত নন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ‘লোকনাথ অ্যাপার্টমেন্ট’ নামে একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন স্থানীয় যুবক সুরজ চৌধুরী। কিছু দিন ধরেই সেই আবাসনের একাধিক টুনিলাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হঠাৎই আবাসন থেকে কিছু লোক বাসিন্দা সুরজের বাড়িতে যায়। অভিযোগ, ওই নিরাপত্তারক্ষীকে আবাসনে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে জ্ঞান হারান ওই নিরাপত্তারক্ষী। অচৈতন্য অবস্থায় তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরে জেটিয়া থানার হস্তক্ষেপে নির্মীয়মাণ ওই আবাসনের ১৫ জন কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, সুরজকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ‘আসল অপরাধীদের’ গ্রেফতার করারও দাবি তুলেছে পরিবার।

Advertisement
আরও পড়ুন