Dattapukur Water Logged

বেহাল নিকাশি, স্কুলের সামনে জল-কাদায় ভোগান্তি

বারাসত ২ ব্লকের দাদপুর পঞ্চায়েতের এক দিকে বারাসত ১ ব্লকের দত্তপুকুর থানার কদম্বগাছি। অন্য দিকে, শাসন থানা এলাকার শাসন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৮:৫২
বেহাল এই মাঠ নিয়েই ক্ষোভ।

বেহাল এই মাঠ নিয়েই ক্ষোভ। ছবি: সুদীপ ঘোষ।

তিন সপ্তাহ আগের বৃষ্টির জমা জল এখনও পুরো শুকোয়নি। ফলে দাদপুর পঞ্চায়েতের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনের কাদাজল জমে আছে। স্কুলের সামনের জমিতে মাটি ফেলে উঁচু না করায় এবং নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে বলে অভিযোগ। স্কুলে ঢুকতে গিয়ে বিপাকে পড়ছে পড়ুয়ারা।

Advertisement

বারাসত ২ ব্লকের দাদপুর পঞ্চায়েতের এক দিকে বারাসত ১ ব্লকের দত্তপুকুর থানার কদম্বগাছি। অন্য দিকে, শাসন থানা এলাকার শাসন। দাদপুর পঞ্চায়েত ছাড়াও কদম্বগাছি ও শাসন লাগোয়া এলাকার গ্রামের বাসিন্দারা সন্তানদের দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ান। মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে আছে প্রাথমিক বিদ্যালয়ও। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় দু’টির সামনের মাঠে তিন সপ্তাহ আগে হওয়া বৃষ্টির জল এখনও পুরো শুকোয়নি। পড়ুয়াদের স্কুলে ঢুকতে হয় মাঠ দিয়েই। বৃষ্টির জল জমে থাকার কারণে স্কুলে ঢুকতে এবং বেরোতে সমস্যায় পড়েন শিক্ষক, পড়ুয়ারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলের সামনের মাঠ পাশের রাস্তা থেকে বেশ নিচু। বৃষ্টি হলেই জল মাঠে এসে জমে। জল মাঠ থেকে সরার কোনও নালা নেই। ফলে জল জমে থাকে দিনের পর দিন। পড়ুয়াদের অভিযোগ, সাইকেল নিয়ে স্কুলে ঢোকা যায় না। স্কুলে ঢুকতে জল-কাদা মাখতে হয়। খেলাধুলাও করা যাচ্ছে না গত কয়েক মাস ধরে। স্কুলের মাঠ মাটি দিয়ে উঁচু করার প্রয়োজন ছিল বলে মনে করেন অনেকে। তা না করে স্কুলের পাশে শিশুদের খেলার পার্ক তৈরি করা হয়েছে। স্কুলের পাশ দিয়ে রাস্তা ঢালাই রাস্তা তৈরি করলেও স্কুলের মাঠ থেকে জল সরানোর নিকাশি নালা তৈরি হয়নি। স্থানীয় বাসিন্দা কাশেম আলির কথা, ‘‘বৃষ্টি হলেই জল জমে। রোদে শুকোয় জল। সরার ব্যবস্থা নেই। বাচ্চাদের স্কুলে ঢুকতে ও সাইকেল রাখতে সমস্যা হচ্ছে।’’ ইসমাইল মণ্ডল নামে এক পড়ুয়া বলে, ‘‘এখন বৃষ্টি হচ্ছে না, তবুও স্কুলের মাঠে জল জমে কাদা হয়ে আছে।’’

বারাসত ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক বলেন, ‘‘স্কুলের মাঠ নিচু হওয়ায় জল জমে। এলাকার উন্নতি করা হচ্ছে। শীঘ্রই মাঠ সংস্কার করে উঁচু করা হবে।’’

Advertisement
আরও পড়ুন