Samit Maity Gun Salute

গান স্যালুটে শেষকৃত্য সমিতের

এ দিন সমিতের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তাঁর স্কুল, নামখানা নারায়ণ বিদ্যামন্দিরে। এই স্কুল থেকেই ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন সমিত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১০:০৬
সমিত মাইতি। 

সমিত মাইতি।  — নিজস্ব চিত্র।

পূর্ব সিকিমে দুর্ঘটনায় মৃত সেনাকর্মী সমিত মাইতির দেহ এসে পৌঁছল কাকদ্বীপের বাড়িতে। বৃহস্পতিবার রাতে রাজানগর শ্রীনাথগ্রামের বাড়িতে আসে বছর পঁয়ত্রিশের সমিতের কফিনবন্দি দেহ। শুক্রবার সকালে উকিলেরহাট শ্মশানে শেষকৃত্য হয়। গান স্যালুটের মাধ্যমে শেষবিদায় জানায় সেনাবাহিনী।

Advertisement

৮ অগস্ট ভারত-চিন সীমান্তে পূর্ব সিকিমের নাথুলায় খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি। মৃত্যু হয় দুই ভারতীয় সেনার। সমিত ছাড়াও মারা যান মহারাষ্ট্রের বাসিন্দা নায়ক পারভে কিশোর।

এ দিন সমিতের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় তাঁর স্কুল, নামখানা নারায়ণ বিদ্যামন্দিরে। এই স্কুল থেকেই ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন সমিত। স্কুলে তাঁকে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা। পরে দেহ পৌঁছয় বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন
Advertisement