Royal Bengal Tiger

আপাতত স্বস্তি! কুলতলির গ্রামে আতঙ্ক ছড়িয়ে জঙ্গলে ফিরল বাঘ, তবু গ্রামবাসীদের জন্য সতর্কতা

শনিবার গ্রাম লাগোয়া নদীর চরে মাছ ধরছিলেন এক মৎস্যজীবী। তাঁর দাবি, সেই সময় একটি বাঘকে নদী পেরিয়ে গ্রামের দিকে ঢুকতে দেখেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৭:২২
কুলতলিতে আবার বাঘের আতঙ্ক!

কুলতলিতে আবার বাঘের আতঙ্ক! — প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রায় ২৪ ঘণ্টা কুলতলির গ্রামে আতঙ্ক ছড়িয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরা। যদিও বন দফতর এবং পুলিশের তরফে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। রাতেও পাহারার বন্দোবস্ত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে।

Advertisement

গত কয়েক দিন ধরে কুলতলিতে ফিরে ফিরে আসছে বাঘের আতঙ্ক। বার বার লোকালয়ে ঢুকে পড়ছে রয়‌্যাল বেঙ্গল টাইগার। শনিবার গ্রাম লাগোয়া নদীর চরে মাছ ধরছিলেন এক মৎস্যজীবী। তাঁর দাবি, সেই সময় একটি বাঘকে নদী পেরিয়ে গ্রামের দিকে ঢুকতে দেখেছেন। তাঁর মুখে ওই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তার পর বনকর্মী এব পুলিশ যায় ঘটনাস্থলে। খাঁচা ফেলে বাঘ ধরার চেষ্টা শুরু হয়। জাল দিয়ে ঘেরা হয় বেশ কিছু জায়গা। দিনভর নজরদারি চালান বনকর্মীরা। তবে শেষে জানা যায়, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নদী পেরিয়ে গ্রামের একটি ধানের ক্ষেতে ঢুকেছিল বাঘটি। সকাল থেকে তার খোঁজে শুরু হয় তল্লাশি। প্রায় দশ বিঘা জমি জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। পরে ওই এলাকা থেকে কিছুটা দূরে অন্য একটি জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। সেখানেও নজরদারি শুরু করেন বনকর্মীরা। তবে বাঘের দেখা মেলেনি। এর মধ্যে নদীতে জোয়ার এসে যাওয়ার পরে বাঘটি নদী পেরিয়ে জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছেন বনকর্মীরা।

দুপুরে ভাটার সময় চরের মাটি পরীক্ষা করে দেখা যায়, বাঘের পায়ের ছাপ। যা থেকে মনে করা হচ্ছে, নদী পেরিয়ে চলে গিয়েছে বাঘটি। তার পরেও এলাকাবাসীকে সতর্ক করেছে প্রশাসন। রাতে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে গ্রামের বাসিন্দাদের।

Advertisement
আরও পড়ুন