Man Beaten At New Barrackpur

সামান্য বিবাদে ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগে সরগরম নিউ ব্যারাকপুর! নাম জড়াল তৃণমূলের

স্থানীয় সূত্রের খবর, আক্রান্তের নাম নন্দী বিশ্বাস। রবিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুরের লেনিনগড় এলাকায় একটি স্থানে তিনি সাইকেল রেখেছিলেন। সাইকেল রাখা নিয়ে এক জনের সঙ্গে বিবাদে জড়ান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩২
Injured Nandi Biswas

আক্রান্ত নন্দী বিশ্বাস। —নিজস্ব চিত্র।

সামান্য বিবাদে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের। মারধর করে আক্রান্তের চোখ উপড়ে নেওয়া হয়েছে বলে একটি ছবি তুলে দাবি করেছে পরিবার।

Advertisement

ওই ঘটনায় আঙুল উঠেছে কয়েক জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকি, থানায় অভিযোগ জানানোর পর তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তেরা। পুলিশ জানিয়েছে, গন্ডগোলে জড়িত এক জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, আক্রান্তের নাম নন্দী বিশ্বাস। রবিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুরের লেনিনগড় এলাকায় একটি স্থানে তিনি সাইকেল রেখেছিলেন। সাইকেল রাখা নিয়ে এক জনের সঙ্গে বিবাদে জড়ান তিনি। অভিযোগ, তখন কয়েক জন তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে এসে নন্দীকে বেধড়ক মারধর করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নন্দী জানান, তিনি একটি চোখে দেখতে পাচ্ছেন না। বর্তমানে আরজি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আক্রান্তের পরিবারের অভিযোগ, মারধরের ঘটনায় প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকি দেন অভিযুক্তেরা। কয়েক জন তাঁদের গায়েও হাত তুলেছেন। এর পরে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়। তখন তৃণমূলের কয়েক জন কর্মী গিয়ে আবার হুমকি দেন এবং অভিযোগ তুলে নিতে জোর করেন। ওই পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনাটি ঘটে বিলকান্দা-২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইকের সামনে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘আমি তখন একটি মিটিংয়ে ছিলাম। আমার সামনে কিছু ঘটেনি।’’ পুলিশ সূত্রে খবর, এক জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন