মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ! জখম সাব-ইন্সপেক্টর-সহ ১৩ পুলিশকর্মী

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ২৩:৩৭

মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। চার জন সাব-ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশকর্মী আহত।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছ পুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকোনো আছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযানে যায়। যখন পুলিশ বাবুর বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছিল, তখনই তাঁদের কয়েক হাজার মানুষ ঘিরে ধরেন। পুলিশকর্মীদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। তার আগে লাঠি, রড-বটি দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে সন্ধ্যাবেলা এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করেন। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement