—প্রতীকী চিত্র।
তরুণ ক্রিকেটারের অপমৃত্যুতে ধোঁয়াশা কাটছে না। পুলিশের দাবি, হাসনাবাদ, মিনাখাঁ, মালঞ্চ এবং সায়েন্স সিটি এলাকায় দেব ঘোষ নামে বছর ষোলোর ওই কিশোরের খোঁজ পেতে বহু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। শনিবার রাতে দেবকে মালঞ্চ এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় বলে দাবি পুলিশের। সে ওখানে কেন গেল, তা স্পষ্ট নয তদন্তকারীদের কাছে। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘‘ময়না তদন্তের রিপোর্টের আমরা অপেক্ষা করছি। রিপোর্ট হাতে পেলে দশম শ্রেণির পড়ুয়া দেব ঘোষের মৃত্যু-রহস্য স্পষ্ট হবে। পুলিশ সব দিক সামনে রেখে তদন্ত চালাচ্ছে।’’ প্রাথমিক তদন্তের পরে পুলিশের এক সূত্রে মনে করা হচ্ছে, সম্ভবত শনিবার বাড়ি থেকে বেরিয়ে ক্রিকেট খেলতে যায়নি দেব। রাতভর মিনাখাঁয় কোথাও থাকার পরে রবিবার সকালে অসুস্থ হয়ে পড়ে।
ক্রিকেট প্রশিক্ষণ নিতে কলকাতায় যাবে বলে শনিবার ভোরে হাসনাবাদের বাড়ি থেকে বেরিয়েছিল দেব। রাতে ফেরেনি। পুলিশ জানায়, রবিবার সকালে মালঞ্চ বাজার এলাকায় কর্তব্যরত পুলিশের কাছে গিয়ে সে জানায়, পেটে যন্ত্রণা করছে, তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক সিভিক ভলান্টিয়ার ইঞ্জিনভ্যানে চাপিয়ে দেবকে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটে যন্ত্রণা ছাড়াও হৃদযন্ত্রে সমস্যা ছিল দেবের। দম নিতে কষ্ট হচ্ছিল। তাকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। সেখানেই দেবের মৃত্যু হয়।
শনিবার রাতে দেব কোথায়, কাদের সঙ্গে ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পেশায় গাড়ি চালক দেবের বাবা উজ্জ্বল বলেন, ‘‘হাসপাতালে গিয়ে শুনেছি, সায়েন্স সিটির কাছে বাস থেকে নামার পরে পাঁচ যুবক ছেলেকে মারধর করে। টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়।’’ পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় সাড়ে ৭টা পর্যন্ত দেবের মোবাইল খোলা ছিল। তারপরে বন্ধ হয়ে যায়। মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে পুলিশ জানতে পেরেছে, শনিবার রাত পৌনে ৯টা থেকে প্রায় পৌনে ১১টা পর্যন্ত দেবকে মিনাখাঁর মালঞ্চ বাজার এলাকায় ইতস্তত ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তবে রাতে কোনও বন্ধু বা আত্মীয়ের বাড়িতে না গিয়ে কেন রাস্তার পাশে প্রতীক্ষালয়ে কাটাল, তা এখনও স্পষ্ট নয়। দিনভর কিছু খেয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। দেবের পরিবারের পক্ষে ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সে বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানান তদন্তকারীরা। দেবের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে তারা।