blood bank

Illegal racket: টাকার বিনিময়ে রক্ত দেওয়ার নামে প্রতারণা, বারাসতে গ্রেফতার ১

ওই ব্যক্তি কোনও চক্রের সঙ্গে জড়িত কি না তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৬:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

টাকার বিনিময়ে রক্ত দেওয়ার নামে প্রতারণা করে গ্রেফতার এক ব্যক্তি। ওই ব্যক্তি কোনও চক্রের সঙ্গে জড়িত কি না তারও তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার বারাসতের ঘটনা।

পুলিশ সূত্রের খবর, চিকিৎসাধীন মুমূর্ষু মায়ের জন্য রক্তের খোঁজ করছিলেন ফারহান নামে এক ব্যক্তি। তিনি কল্যাণীর বাসিন্দা। রক্তের খোঁজ করতে করতে তিনি বারাসতে পৌঁছে যান। বিভিন্ন জায়গায় রক্তের খোঁজ করতে করতেই নূর আলম নামে ধৃত ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। নূর রক্তের সন্ধান দেন এবং বিনিময়ে নগদ ৪ হাজার টাকা ফারহানের কাছে চান।

Advertisement

পুলিশ জানিয়েছে, এত টাকা চাওয়ায় এবং নূরের কথায় অসংগতি থাকা সন্দেহ হয় ফারহানের। তারপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

জেরায় নূর পুলিশকে জানিয়েছেন, তাঁর হাতে কোনও কাজ নেই। তাই উপার্জনের জন্য এই রাস্তা বেছে নিয়েছেন। তাঁর সঙ্গে এই কাজে আর কেউ যুক্ত রয়েছেন কি না সেই খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন