India Bangladesh Border

পাচারে বাধা দেওয়ায় বিএসএফের উপরে হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীর, পাল্টা গুলিতে মৃত ১

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে কাঁটাতারের ও পার থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে কিছু জিনিস পাচারের চেষ্টা করে বাংলাদেশি সশস্ত্র পাচারকারিরা। কর্তব্যরত জওয়ানেরা বিষয়টি দেখতে পেয়ে পাচারকারীদের ঠেকাতে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত-বাংলাদ‌েশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করতে গিয়ে মৃত্যু এক বাংলাদেশি চোরাকারবারির। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের মধুপুর সীমান্ত এলাকায়।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে কাঁটাতারের ও পার থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে কিছু জিনিস পাচারের চেষ্টা করে বাংলাদেশি সশস্ত্র পাচারকারিরা। কর্তব্যরত জওয়ানেরা বিষয়টি দেখতে পেয়ে পাচারকারীদের ঠেকাতে যান। কিন্তু বাধা উপেক্ষা করে পাচারের মাল নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়া চেষ্টা করেন তাঁরা। তখন বিএসএফ আটকানোর চেষ্টা করে। অভিযোগ, তখন বিএসএফের এক জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এক পাচারকারী। আত্মরক্ষার জন্য পিএজি গান থেকে গুলি চালায় বিএসএফ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিএসএফের গুলিতে বাংলাদেশি এক পাচারকারীর মৃত্যু হয়েছে। তবে বাকিরা সঙ্গীকে ফেলে পালিয়ে যান। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। উদ্ধার হয়েছে দা-সহ একাধিক ধারালো অস্ত্র এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ। তবে মৃতের নাম-পরিচয় এখনও সম্ভব হয়নি।

বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সর্দার জানিয়েছেন, পাচারকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাচারের মাল নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ওই সময় বিএসএফ আটকাতে যায়। তখন জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে শুনেছি। বিএসএফকে আক্রমণ করায় তারা গুলি চালায়।’’ তাঁর দাবি, মৃতের বাড়ি বাংলাদেশের গোপালপুর এলাকায়। পাচার রুখতে সীমান্তে বিএসএফকে আরও তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন