West Bengal Panchayat Election 2023

অকেজো স্লুস গেট, জলমগ্ন কোরাকাটি এলাকা

পঞ্চায়েত এলাকায় তিনটি স্লুস গেট আছে। তুষখালি ছাড়া বাকি দু’টি স্লুস গেট নদীর বালি-পলি জমে অকেজো হয়ে গিয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ০৬:১৫
জলে ডুবে রাস্তা।

জলে ডুবে রাস্তা। ছবি নবেন্দু ঘোষ।

গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে সন্দেশখালি থানার কোরাকাটি পঞ্চায়েতের একাধিক এলাকা। বেশি কিছু বাড়িতেও জল ঢুকেছে। চাষের জমিতেও জল জমে গিয়েছে।

এই পঞ্চায়েত এলাকায় তিনটি স্লুস গেট আছে। তুষখালি ছাড়া বাকি দু’টি স্লুস গেট নদীর বালি-পলি জমে অকেজো হয়ে গিয়েছে। একটু ভারী বৃষ্টিতেই কোরাকাটি ও তুষখালি মৌজা এলাকায় বৃষ্টির জল জমে গিয়েছে। কোরাকাটির বাসিন্দা সন্ধ্যা সর্দার বলেন, ‘‘সবে বর্ষার শুরু, তাতেই বাড়ির সামনে জল জমে গেল। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তায় আছি।’’

Advertisement

পঞ্চায়েতের বিদায়ী প্রধান দীপালি গায়েন বলেন, ‘‘দু’টি স্লুস গেট বহু দিন ধরে অকেজো। এগুলি সংস্কার না হলে বহু জমিতে চাষ করা কঠিন হয়ে যাবে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।’’ সন্দেশখালির বিডিও অর্ণব মুখোপাধ্যায় বলেন, ‘‘সেচ দফতরের সঙ্গে কথা বলে কী করা যায় দেখছি।’’

আরও পড়ুন
Advertisement