Gangasagar Mela

গঙ্গাসাগর মেলা উপলক্ষে নির্বিঘ্ন পরিষেবা দিতে প্রস্তুতি পূর্ব রেলের

মেলায় বাইরে থেকে যে পুণ্যার্থীরা আসেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখার পাশাপাশি বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নতুন বছরের শুরুতেই আয়োজিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সেই মেলায় আগত তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানো ছাড়াও সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে একাধিক পদক্ষেপ করছেন রেল কর্তৃপক্ষ। সম্প্রতি সেই ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠকও করেছে শিয়ালদহ ডিভিশন।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, মেলা উপলক্ষে ১২ থেকে ১৬ জানুয়ারির মধ্যে ৭২টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। গঙ্গাসাগরগামী যাত্রীদের বড় অংশ বর্তমানে রেলপথে যাতায়াত করায় লোকাল ট্রেনের পরিষেবা মসৃণ রাখার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষত, মেলায় বাইরে থেকে যে পুণ্যার্থীরা আসেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখার পাশাপাশি বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে। সংশ্লিষ্ট স্টেশনগুলিতে যাত্রীদের যে কোনও প্রয়োজনে সহায়তা করতে ‘মে আই হেল্প ইউ’ বুথ চালু করবে রেল। দরকারে যাত্রীরা ওই বুথের নির্দিষ্ট নম্বরে ফোন করেও সাহায্য চাইতে পারবেন। এ ছাড়া, কাকদ্বীপ এবং নামখানায় পাঁচটি করে মোট ১০টি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতে ধরা টার্মিনালের মাধ্যমেও যাত্রীদের টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে। কাকদ্বীপ স্টেশনে ১৫টি এবং নামখানায় পাঁচটি এমন ভ্রাম্যমাণ টার্মিনাল থাকবে বলে রেল সূত্রের খবর।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যে কোনও পরিস্থিতিতে ওভারহেড তারের বিপত্তি সামাল দিতে বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহ স্টেশনে টাওয়ার ভ্যান মজুত থাকবে। অতিরিক্ত ভিড়ের কারণে বিশেষ ট্রেন চালানোর প্রয়োজন দেখা দিলে যাতে সেই পরিষেবায়
বিঘ্ন না ঘটে, তার জন্য শিয়ালদহ এবং নামখানা স্টেশনে একটি করে মোট দু’টি অতিরিক্ত রেক রাখা থাকবে। মেলা চলাকালীন জোয়ার-ভাটার সমস্যায় প্রায়ই যাত্রীদের নদী পেরোনোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। জোয়ারের পরে অনেক ক্ষেত্রেই যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে কোনও অঘটন এড়াতে একটি অতিরিক্ত রেক ২৪ ঘণ্টা নামখানা স্টেশনে রাখা থাকবে বলে রেল সূত্রের খবর।

এর পাশাপাশি, মহিলা, শিশু এবং প্রবীণদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে পর্যাপ্ত সংখ্যক রক্ষী মোতায়েন এবং সিসি ক্যামেরার নজরদারির উপরে বিশেষ জোর দিচ্ছে রেল। যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখা, প্রিন্সেপ ঘাট, নামখানা এবং লক্ষ্মীকান্তপুর স্টেশনে অতিরিক্ত শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। মেলা উপলক্ষে যাত্রী পরিষেবা মসৃণ রাখতে আধিকারিকদের বিশেষ ভাবে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।

Advertisement
আরও পড়ুন